শুধু জুন পর্যন্ত অপেক্ষা! বন্দে ভারত নিয়ে রেলের এই পরিকল্পনা শুনে লাফাবেন আপনিও

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ….কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। এই ট্রেনের জন্য যেমন যাত্রাপথের সময় কমেছে, ঠিক তেমনই এই ট্রেনের মধ্যে থাকা সুযোগ সুবিধা পেয়ে আপ্লুত হয়েছেন ট্রেন প্রেমীরা।

ইতিমধ্যে দেশের বহু রাজ্যে, বহু রুটে শুরু হয়েছে এই ট্রেন পরিষেবা। এমনকি এই ট্রেন চালিয়ে রীতিমতো লক্ষ্মীলাভও হয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠা সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত নিয়ে বেশ উচ্ছ্বসিত রেল।

জানা গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ভারত জুড়ে বন্দে ভারত নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে রেল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যে বন্দে ভারত চালানোর জন্য জুন মাসের সময়সীমা নির্ধারণ করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই আদেশকে শিরোধার্য করে ভারতীয় রেল এখন উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে রেল।

অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ওড়িশার প্রথম বন্দে ভারত ট্রেন চালু হওয়ার পর প্রস্তাবিত প্রকল্পের ট্রায়াল দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। গত ১৮ মে পুরী ও হাওড়ার মধ্যে ওড়িশার প্রথম বন্দে ভারত ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বন্দে ভারত’ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী একটি লক্ষ্য স্থির করেছেন যে জুনের মধ্যে বন্দে ভারত প্রায় সমস্ত রাজ্যে পৌঁছাতে হবে এই ট্রেনকে।’

pair of vande bharat

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরো বলেন, যাত্রীদের প্রতিদিনের ভ্রমণের জন্য ডিজাইন করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, বন্দে ভারত এক্সপ্রেস (আপ-২২২২৭-ডাউন-২২২২৮) ৬ ঘন্টায় প্রায় ৪১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, যার ফলে নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় হ্রাস পাবে। এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে এবং শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি পৌঁছাবে।