এবার উত্তরবঙ্গে যাওয়া আরও সহজ! দোলের আগে একাধিক নতুন ট্রেনের ঘোষণা রেলের

সম্প্রতি দোল উপলক্ষ্যে একাধিক ট্রেন চালানোর ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)। ঘোষণার মধ্যে কিছু ট্রেন রয়েছে উত্তরবঙ্গের (North Bengal)। আর তাই আপনাদের সুবিধার্থে আমরা হাজির হয়েছি ট্রেনের সময়সূচি নিয়ে।
নীচে দেওয়া হলো বিশেষ ট্রেনগুলো এবং সেগুলো কখন ছাড়ছে এবং কখন ফিরছে
১) ডিব্রুগড়-গোরখপুর স্পেশাল ট্রেন
এটি ২ মার্চ ও ৯ মার্চ সন্ধ্যা ৭:২৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে। এরপর সেটি গোরখপুর পৌঁছাবে সকাল ৭:৩০ এ। অন্যদিকে ফিরতি ট্রেনটি গোরখপুর থেকে ৭ এবং ১৪ মার্চ ছাড়বে।
২) গোরখপুর-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
৪ ও ১১ মার্চ গোরখপুর থেকে রওনা দেবে ট্রেনটি। বিকেল ৫টার সময় ট্রেনটি ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরেরদিন সকাল ১১ টার সময়। ফিরতি ট্রেন রয়েছে ৬ এবং ১৩ মার্চ।
৩) শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন-১
আগামী ৩ মার্চ এটি রওনা দেবে শিয়ালদা থেকে। রাত্রি ১১:৪০ এ ট্রেনটি ছাড়ার পর পরেরদিন সকাল ১০:৪৫ এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে সেটি। ফেরার ট্রেন রয়েছে তার পরেরদিন (৪ মার্চ) ১২:১৫ তে।
৪) শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন-২
এটিও একইসময়ে চলবে। সময় একই থাকলেও ৪ তারিখ শিয়ালদহ থেকে রওয়ানা হন এবং ৫ তারিখ ফিরছে নিউ জলপাইগুড়ি থেকে।