আর নেই চিন্তা, দিঘা যাওয়ার জন্য ফের বিশেষ ট্রেন ঘোষণা করল রেল! সময় জেনে খুশিতে লাফাবেন

সপ্তাহের শুরু হোক বা সপ্তাহের শেষ, দিঘা (Digha) সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় যেম কমছেই না। শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা, সবসময়ই ভিড় থাকে এই দিঘায়। বৃষ্টির ঝলকানি উপভোগ করতে এখন সৈকতে জড়ো হচ্ছেন পর্যটকরা (Tourist)। আচ্ছা ভাবুন তো, এবার রাতে ট্রেনে (Train) উঠে একদম কাকভোরে দিঘা পৌঁছে গেলে কেমন হয়? পুরীর মতোই ভোর বেলা চোখ খুললেই সমুদ্র যদি চোখের সামনে ভেসে ওঠে তাহলে কেমন হয়?

ভাবছেন এও সম্ভব নাকি? তাহলে উত্তর হল হ্যাঁ। এবার দিঘা প্রেমীদের জন্য দারুণ সুযোগ এনেছে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেল এই স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহান্তে দিঘায় দুই জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছিল। তবে আবারও একবার সকলকে চমকে দিল দক্ষিণ-পূর্ব রেল।  আগামী ২৬ তারিখ ফের দিঘা যাওয়ার ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনটি একদম কাকভোরে আপনাকে দিঘার সমুদ্রে পৌঁছে দেবে।

তবে আপনি যদি ভেবে থাকেন এই ট্রেন হাওড়া থেকে ছাড়বে তাহলে কিন্তু ভুল ভাবছেন। তাহলে প্রশ্ন উঠছে কোথা থেকে ছাড়বে দিঘা যাওয়ার রাতের ট্রেন? এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে দক্ষিণ-পূর্ব রেল। জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে। রাত ১১টা ৪৫ মিনিট ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে। এই ট্রেনটি পরের দিন ভোর সাডে তিনটে নাগাদ দিঘা স্টেশনে ঢুকিয়ে দেবে।

এরপর ফিরতি পথে এই ট্রেনটি ২৭ তারিখ সকাল ৮টা নাগাদ সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে। এটি সাঁতরাগাছিতে বেলা ১২টা ১০ সাঁতরাগাছিতে পৌঁছবে। রেল জানিয়েছে, বিশেষ এই ট্রেনটিতে থাকছে দুটো এসি থ্রি টায়ার, ১০টি স্লিপার ক্লাস, ২টো জেনারেল সেকেন্ড ক্লাসের কোচ। ফলে আর দেরী কেন করছেন, এখুনই ট্রেনের টিকিট কেটে ফেলুন এবং দিঘা ঘুরে আসুন।