আন্দামান ভ্রমণের সুবর্ণ সুযোগ দিচ্ছে IRCTC, সামান্য টাকা খরচ করেই পাবেন স্বর্গসুখ

রেল যেমন (Indian Railways) নিজেদের পরিষেবা উন্নত করেছে তেমনই নিয়ে এসেছে কিছু দারুণ ঘুরতে যাওয়ার সুযোগ। আপনিও যদি সমুদ্র সৈকত এবং দ্বীপ পছন্দ করেন, এবং পুজোর ছুটিকে কাজে লাগাতে চান তাহলে আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) এমন এক অফার নিয়ে এসেছে যা খুবই লাভবান হবে।
রেল এবার তাদের নতুন ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। রেলের এই নয়া সফরে আপনি বেশ কম খরচে সুদূর আন্দামান (Andaman) ঘুরে আসতে পারবেন। এই ট্যুর শুরু হবে মধ্যপ্রদেশের ভোপাল থেকে। এই ট্যুর প্যাকেজে আপনি আন্দামানের অনেক সুন্দর গন্তব্যে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন।
আন্দামানের বিখ্যাত পোর্ট ব্লেয়ার, নর্থ বে আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড প্রভৃতি স্থান ঘুরে দেখার সুযোগ থাকছে এই প্যাকেজে। তাই এক্ষুনি বুক করতে পারেন রেলের এই নয়া ট্যুর প্যাকেজ।
কবে কোথা থেকে এই ট্যুর শুরু হবে এবং কতদিনের এই ট্যুর আর কত টাকা লাগছে দেখে নিন :-
কতদিনের ট্যুর হবে : এই ট্যুর প্যাকেজটি ৬ দিন ৫ রাতের।
কোথা থেকে যাত্রা শুরু হবে : আপনার যাত্রা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর ২০২২ থেকে। প্যাকেজের মধ্যেই থাকছে প্রথমে ভোপাল থেকে দিল্লি যাওয়ার টিকিট তারপর দিল্লি থেকে সোজা পোর্ট ব্লেয়ার।
কী কী সুবিধা পাবেন এই ট্যুরে : এই প্যাকেজে আপনি আপনার রাত্রি যাপনের জন্য হোটেল এর সুবিধা পাবেন। তাছাড়া শাভদা ক্রুজে ভ্রমণের সুযোগও মিলবে। সকালের ব্রেকফাস্ট আর রাত্রের ডিনার এর জন্যেও অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না।
অতিরিক্ত কী সুবিধা রয়েছে : সমস্ত জায়গায় ঘুরতে জন্য বাস বা ক্যাবের সুবিধা মিলবে। এমনকি নৌকায় ঘোরার জন্যেও আলাদা করে টিকিট নিতে হবে না। আর সেইসাথে সমস্ত যাত্রী বিনামূল্যে ভ্রমণ বীমা সুবিধা পাবেন।
কত টাকা লাগছে : সম্পূর্ন ট্যুর প্যাকেজ নির্ভর করবে আপনি কয়জন নিয়ে যাচ্ছেন তার ওপর। যেমন তিনজন একসাথে গেলে জনপ্রতি ৪১,৫০০ টাকা করে পড়বে। দুইজন একত্রে গেলে দিতে হবে ৪২,০০০ টাকা করে। কিন্তু আপনি যদি একা যেতে চান তাহলে ৫২,০০০ টাকা খরচ করতে হবে।
পুজোর ছুটিতে দারুণ ভাবে কাটানোর জন্য এই ট্যুরের চেয়ে ভালো অফার হয়না। তাই সময় পেলে আজই ঘুরে আসুন আন্দামানের থেকে।