গুগলে পেয়েছিলেন ২ কোটির চাকরি, খড়গপুরের সেই IIT পড়ুয়ার সঙ্গে ঘটে গেল মর্মান্তিক কাহিনী

ভারতে অবস্থিত IIT গুলো চাকরীর ক্ষেত্রে বিশ্বে বড় বড় নামিদামী কোম্পানির কাছে অন্যতম পছন্দের। এবছর IIT Kharagpur এর এক কৃতি ছাত্র গুগলে ১ কোটি ৭২ লক্ষ টাকার চাকরি নিয়েছেন। কিন্তু কে জানতো যে সেই যুবকের ভাগ্য এতটাই হতভাগ্য হবে। ক্যাম্পাসিংয়ে মোটা অংকের চাকরি পাওয়া সেই ছাত্রের চাকরিতে জয়েন করতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল। কিন্তু তার সাথে যা হলো তা কল্পনারও অতীত।

চূড়ান্ত ডিগ্রী হাতে পাওয়ার আগেই মারাত্মক দুর্ঘটনায় নিজের একটি পা গোড়ালি থেকে হারালেন খড়গপুর আইআইটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র অরিত্র সেন। বুধবার দিন খড়গপু্র স্টেশনেই ঘরে এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিনের ঘটনা উপস্থিত যাত্রীদের উপযুক্ত শিক্ষা দিয়েছে যে, অসতর্কতা ও বেপরোয়া মনোভাব কী মর্মান্তিক পরিণতি আনতে পারে মানুষের জীবনে।

স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান যে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেই সময়টুকুও ধৈর্য্য ধরতে পারেননি ওই যুবক। সল্টলেকের সেক্টর ওয়ানের বাসিন্দা অরিত্র এদিন হাওড়া থেকে আসা হাওড়া ঘাটশিলা লোকালে চড়ে খড়গপুর আসছিলেন। খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর ট্রেনের গতি একটু কমতেই চলন্ত অবস্থায় নামতে গিয়ে পা হড়কে পড়ে যান অরিত্র।

স্টেশনে উপস্থিত রেলকর্মীরা জখম হওয়া ছাত্রকে খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যান‌। সেখানেই পড়ুয়ার বাম পা কেটে বাদ দেন চিকিৎসকরা। রেলকর্মী গৌতম সামন্ত তার বাড়ির লোককে এই ব্যাপারে খবর দেন। সাথে খবর যায় IIT KHARAGPUR এও। খবর পেয়েই অরিত্রকে আইআইটি খড়গপু্র ক্যাম্পাসের মধ্যে অবস্থিত বি সি রায় হাসপাতালে নিয়ে যায় আইআইটি খড়গপু্র কর্তৃপক্ষ।

img 20220914 wa0116

সন্ধেবেলা ওই পড়ুয়াকে কলকাতার এক হাসপাতালে পাঠানো হয়। এদিন ওই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে আইআইটির নিবন্ধক তমাল নাথ জানিয়েছেন যে, ছাত্রটির আরো ভালো চিকিৎসা যাতে হয় সে কারণে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এবার জখম হয়ে যাওয়ায় অরিত্রর ফাইনাল পরীক্ষা ও চাকরি দুই ই রয়েছে চরম অনিশ্চয়তার মুখে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button