IIT খড়গপুরের মুকুটে নতুন পালক, জুটল ভারত সেরার তকমা! ফের উজ্বল বাংলার মুখ

ভারতীয় শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ন স্তম্ভ হলো IIT গুলো। সারাবিশ্বেই IIT এর গুণগান চলতে থাকে। আর এবার QS World University রাঙ্কিংয়ে বিরাট শিরোপা মিলেছে IIT Kharagpur এর। সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে তো বটেই , সাথে কৃষি ও বনবিদ্যায় প্রথম স্থান অধিকার করেছে IIT-খড়গপুর।

IIT গুলোর মধ্যেও বেশ উঁচু স্থান দখল করেছে খড়গপুর। তারা সামগ্রিক ৭৬.৭ স্কোর করেছে। তাই সেটি ভারতের মধ্যে ৪র্থ এবং বিশ্বের মধ্যে ৮২ তম স্থানে রয়েছে। এছাড়া স্থাপত্য, পরিবেশ বিজ্ঞান, অ্যাকাউন্টিং এবং ফাইনান্স, অর্থনীতিতে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি খড়গপুর।

অ্যান্ড মেরিন সায়েন্স, পরিসংখ্যান ও অপারেশনাল রিসার্চ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মাইনিং ইঞ্জিনিয়ারিং, কেমিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্সে দেশের মধ্যে তৃতীয় স্থান খড়গপুর এর। পূর্ব ভারতের এই শিক্ষা প্রতিষ্ঠানটিই দেশের সবচেয়ে পুরনো IIT।

bubai manna (iit kharagpur main building)

এছাড়াও সারাবিশ্বের হিসেবে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৭৪তম স্থান পেয়েছে খড়গপুর। কম্পিউটার সায়েন্স এবং ডেটা সিস্টেমে রাঙ্ক মিলেছে ৯৪, আর এয়ারোনটিক্স এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ১০৬ তম স্থানে রয়েছে IIT Kharagpur।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button