বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! বাংলাদেশকে হারিয়ে সম্পূর্ণ সমীকরণ বদলে দিল বাবররা

চলতি ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) এটা স্পষ্ট যে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে যেতে পারে। কারণ এই দলগুলো এই মুহূর্তে ক্রম তালিকার ওপরের দিকে রয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল সেমিফাইনালে প্রবেশ করেনি। এই মুহূর্তে বিশ্বকাপে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সেমিফাইনাল ম্যাচ হতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষত বাংলাদেশকে (Bangladesh) পাকিস্তান পরাজিত করার পর। শুনলে প্রথমে অবাক লাগলেও ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।

   

pakistan cricket team

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। ভারতের সেমিফাইনাল খেলা কার্যত নিশ্চিত। কিন্তু পাকিস্তানের জন্য এটা কঠিন। পাকিস্তান দল এখনও পর্যন্ত মাত্র তিনটি জিতেছে। বাংলাদেশকে হারানোর পর ৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পাঁচ নম্বরে। এখন প্রশ্ন হচ্ছে, সব ম্যাচ জিতলেও দলটি চতুর্থ স্থানে পৌঁছাতে পারবে কি না? উত্তর হল, হ্যাঁ সম্ভব। চার নম্বর স্পট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়ার থেকে পাকিস্তানের পয়েন্টের ব্যবধান মাত্র ২। যদিও পাকিস্তান এক ম্যাচ বেশি খেলেছে। অস্ট্রেলিয়া পয়েন্ট হারাতে থাকলে ও পাকিস্তান বাকি ম্যাচে জিতলে পয়েন্ট তালিকায় আরও ওলটপালট হবে।

সমীকরণ অনুযায়ী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে অন্তত একটি দল যদি এখান থেকে তাদের বাকি ম্যাচগুলোর বেশির ভাগ হেরে যায়, তাহলে পাকিস্তানের জন্য সেমিফাইনালে যাওয়ার পথ সহজ হবে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ১০ পয়েন্ট, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৮ পয়েন্ট। অর্থাৎ গল্পে নতুন মোড় আসতে পারে। পাকিস্তান তাদের সব ম্যাচ জিতে দশ পয়েন্ট অর্জন করতে পারলে সেমিফাইনালে যাওয়ার দৌড় হবে বেশ রোমাঞ্চকর। জয়ের পাশাপাশি নেট রান রেট অর্থাৎ এনআরআর-এর উন্নতি করতে হবে, এর মানে হবে দুই দল সমান পয়েন্ট পেলে যে দলের নেট রান রেট বেশি সেই দল এগিয়ে যাবে।

pakistan india rohit babar

সেমিফাইনালের নিয়ম স্পষ্ট, শীর্ষে থাকা দল চার নম্বর দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তৃতীয় দল দ্বিতীয় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর মুম্বাইয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৫ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে।