খেলা হবে ২০ ওভারে, এত রানের টার্গেট পাবে পাকিস্তান! প্রকাশ্যে বড় আপডেট, আতঙ্ক দুই দলেই

ভারত, পাকিস্তান (India, Pakistan) ম্যাচ নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। বৃষ্টির কারণে গতকাল খেলা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এদিকে, আজ সকাল থেকেও কলোম্বোয় বৃষ্টির ছায়া রয়েছে। আবহাওয়াবীদদের মতে আজ ৯০ শতাংশ চ্যান্স আছে বৃষ্টি হওয়ার। আর বৃষ্টি হলেই দুই দলের জন্যই রয়েছে দুঃসংবাদ। ইতিমধ্যে দুই দলই প্রহর গুনছে … তাঁর মধ্যেই এল বড়সড় আপডেট।

বলে দিই, আজকের ম্যাচ যদি কোনও কারণে ভেস্তে যায়, তাহলে দুই দলকেই ১ করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। এই পয়েন্ট ভাগের ফলে পাকিস্তানের মওত পয়েন্ট দাঁড়াবে ৩। এর পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁরা যদি না জয় পায়, তাহলে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হতে পারে।

এদিকে ভারতের জন্যও দুঃসংবাদ। ১ পয়েন্ট পাওয়ার পর ভারতকে পরবর্তী দুই ম্যাচ যা শ্রীলঙ্কা আর বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হবে। যদি না জয় পায়, তাহলে এবার হয়ত ভারত আর ফাইনালে যেতে পারবে না। বলে দিই যে, শ্রীলঙ্কার কলম্বোতে এখন রোজই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই ভারতের পরবর্তী দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও ভারত এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

india pakistan asia cup

এদিকে জানা যাচ্ছে যে, আজ যদি সময় নষ্ট হয়, তাহলে ওভার কমিয়ে খেলানো হবে। সবথেকে কম ২০ ওভারের খেলা হতে পারে। আজ ৯০ শতাংশ চ্যান্স আছে বৃষ্টি হওয়ার। আর বৃষ্টির কারণে যদি সময় নষ্ট হয়, তাহলে হয়ত ২০ ওভারে খেলা হবে। আর ২০ ওভারে পাকিস্তানকে ১৮১ রানের লক্ষ্য দেওয়া হবে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২০ ওভারে ১৮১ রানের লক্ষ্যও কম নয়। কিন্তু এতে ভারতের বিপদ বাড়ার আশঙ্কা বেশি। কারণ, ভেজা মাঠে বল, আর ফিল্ডিং করা চাপের। তাই পাকিস্তান যে বাড়তি সুবিধা পেয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।