আজ দুপুর তিনটে থেকে আর কেউ টিভির সামনে থেকে উঠবেন না। কারণ আজ এশিয়া কাপের (Asia Cup) সুপার চারে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India, Pakistan)। তবে, এবারের এশিয়া কাপে এর আগেও একবার মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু সেবার বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় আর দুই দলকেই এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। যেহেতু গ্রুপ লিগ ছিল, তাই পয়েন্ট ভাগ করায় কারও সমস্যা হয়নি। কিন্তু এবার পয়েন্ট ভাগ করতে চাইবে না কোনও দলই।
বলে দিই যে, সুপার চারে ভারত-পাকিস্তান ম্যাচে ফের বৃষ্টির আশঙ্কা দেখে দিয়েছে। আবহাওয়াবীদদের মতে ৯০ শতাংশ চ্যান্স আছে বৃষ্টি হওয়ার। তবে, চিন্তা নেই … কারণ রবিবারের ম্যাচ বৃষ্টির কারণে আটকে গেলেও, সোমবার আবার সেই জায়গা থেকেই পুনরায় ম্যাচ শুরু হবে। কিন্তু এটা ভেবে দেখেছেন কী, রিজার্ভ ডে’তেও বৃষ্টি হয়ে ম্যাচ আটকে গেলে কীভাবে ফাইনালে যাবে ভারত?
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত ও পাকিস্তানের মধ্যে এই সুপার ফোরের ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। বৃষ্টির কারণে ম্যাচ ব্যাহত হলে এই ম্যাচ শেষ হবে ১১ সেপ্টেম্বর। পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচটি পাল্লেকাল্লায় অনুষ্ঠিত হলেও এখন ফাইনালসহ সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে।
এখন এই প্রশ্ন উঠছে যে, ১১ সেপ্টেম্বর অর্থাৎ রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ শেষ না হয়, তাহলে কী হবে? কোন দল বেশি অ্যাডভান্টেজ পাবে? উত্তর হল ম্যাচ শেষ না হলে উভয় দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। এমন পরিস্থিতিতে দুজনেই পাবে ১ পয়েন্ট করে। বর্তমানে পয়েন্ট টেবিলে পাকিস্তান ও শ্রীলঙ্কার একটি করে জয়ে ২ পয়েন্ট রয়েছে। ভালো নেট রান রেটের কারণে শীর্ষে রয়েছে পাকিস্তান। যদি পয়েন্ট ভাগ হয় তাহলে পাকিস্তানের হবে ৩ পয়েন্ট। ভারতের এক এবং শ্রীলঙ্কার ২। তারপর সবকিছু নির্ভর করবে পরবর্তী ম্যাচের ফলাফলের উপর। ভারতকে এখনও ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে। এমন পরিস্থিতিতে প্রতি ম্যাচেই জিততে হবে টিম ইন্ডিয়াকে।