ভারত-পাকিস্তান (India Pakistan) সুপার ফোরের ম্যাচও বৃষ্টি বিঘ্নিত। ভারতীয় দল (India national cricket team) প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৫৬ ও শুভমন গিলের ৫৮ রানের সুবাদে ২৪.১ ওভারে দুই উইকেট খুইয়ে ১৪৭ রান করেছে। বর্তমানে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। তাঁরা দুজনে ৮ ও ১৭ রান করেছেন। রবিবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আজ সোমবার ফের ওই জায়গা থেকেই খেলা শুরু হওয়ার কথা। তবে, সোমবার সকাল থেকেই কলম্বোতে বৃষ্টি হচ্ছে। আজও ৯০ শতাংশ চ্যান্স আছে বৃষ্টি হওয়ার।
বর্তমানে সুপার ফোরের পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশ দুটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে। যদিও, বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরা এখনো আশা করছেন যে, তাদের দল ভারতকে হারিয়ে কোনও ক্রমে ফাইনালে পৌঁছে যাবে। আর এর জন্য তাঁরা হাজারো সমীকরণ বের করেছে।
সুপার ফোরের এর কথা বললে, এই রাউন্ডে চারটি দলকেই ৩টি করে ম্যাচ খেলতে হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। দুই দলেরই বর্তমানে ২-২ পয়েন্ট। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে ভারতীয় দল হেরে গেলে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়বে। পাকিস্তান এই ম্যাচ জিতলে ২ ম্যাচে ৪ পয়েন্ট হবে আর ভারতের ১ ম্যাচে শূন্য পয়েন্ট হবে।
কলম্বোতেই সুপার-ফোরে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলোতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বাকি তিনটি ম্যাচ বাতিল হলে পাকিস্তানের ৩ ম্যাচে ৫ পয়েন্ট, শ্রীলঙ্কার ৩ ম্যাচে ৪ পয়েন্ট এবং ভারতের ৩ ম্যাচে ২ পয়েন্ট। এমন পরিস্থিতিতে ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে না ভারতীয় দল।