চিনের ঘুম ওড়াল ভারত, এই সেক্টরে বাজার দখল করে গোটা বিশ্বে ফেলল সাড়া

সদ্যই চিন (China) একেরপর এক ধাক্কা খেয়েছে। এরইমধ্যে খবর আসছে যে, এবার ভারত (India) এক বড় ধাক্কা দিতে চলেছে চিনকে। অন্তত চিনের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে তেমনই রিপোর্ট এসেছে। সেখানে দাবী করা হয়েছে IT সেক্টরে বিশ্বের শীর্ষ স্থানের পর এবার উৎপাদন ক্ষেত্রেও বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। একদিকে যেখানে জিরো কোভিড পলিসির জন্য বিপর্যস্ত চিনের সাপ্লাই লাইন, সেখানে ভারতে ধীরে ধীরে নির্মাণ শিল্প এগিয়ে চলেছে।
চিনের লসেই ভারতের লাভ। বিশেষ করে জিরো কোভিড পলিসির কারণে বিরাট ক্ষতিগ্রস্ত সাপ্লাই চেন। অ্যাপল এবং ফক্সকনের মতো সংস্থা চিন ছেড়ে অন্যান্য জায়গায় নিজেদের কারখানা স্থাপন করছে। বৈদ্যুতিক পণ্যের বাজার দখল করে নিতে চাইছে ভারত। আবার অন্যদিকে ভারতে চিনা পণ্য বয়কট করার কারণেও বড়সড় বাজার হারিয়েছে চিনা কোম্পানি।
এছাড়া ভারতীয় সংস্থাগুলো পশ্চিমী বিশ্বের ‘ইউজ অ্যান্ড থ্রো’ মডেল ছেড়ে উন্নতমানের পণ্য তৈরী করে টক্কর দিচ্ছে চিনকে। ধীরে ধীরে বিশ্বের IT হাব থেকে উৎপাদনে পয়লা নম্বর স্থান হাসিল করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। একইসাথে জানিয়ে রাখি যে, আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী দেশ হয়ে উঠেছে ভারত।
আগামী সময়ে বাড়বে উৎপাদনের পরিমাণ। বিশেষ করে বিশ্বের দুই বড় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল এবং স্যামসাং ভারতীয় বাজারে আরো বেশী জোর দিয়েছে। স্যামসাং আবার বিভিন্ন গ্যাজেট তৈরি করছে দেশের অন্দরে। যার মধ্যে ডিসপ্লে নির্মাণ থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি ইত্যাদিও রয়েছে। একইসাথে বিভিন্ন ইউরোপীয় এবং আমেরিকান সংস্থাও ভারতে এসে নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে।
আবার ফক্সকন, পেগাট্রন, উইস্ট্রনের মতো সংস্থাও ভারতে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে। খবর এসেছে তাইওয়ানি সংস্থা ফক্সকন ভারতে আইফোন-চিপ তৈরি করতেও আগ্রহী। কদিন আগে দেশীয় সেমিকন্ডাক্টর কোম্পানি বেদান্তর চুক্তি স্বাক্ষর হয়েছে ফক্সকনের সাথে। তাই আগামী সময়ে যে চিনকে ভালই টক্কর দেবে ভারত সেবিষয়ে সন্দেহ নেই। আর তাতেই ভীত চিনা সরকার।