গত ১০ বছর ধরে আইসিসির কোনও ইভেন্টের শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া (India national cricket team)। একই সঙ্গে ২০১১ সালের পর থেকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ভারতীয় দল। তবে এবার টিম ইন্ডিয়া টেক্কা দিয়েছে টুর্নামেন্টের প্রত্যেক দলকে। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। খেতাব জয়ের আগে আর মাত্র একটি ধাপ। এই জয়ের পর এক কাকতালীয় ঘটনা ঘটেছে, যার পর ভক্তরা ধরে নিচ্ছেন যে ভারতই এবার বিশ্বকাপ শিরোপা জিততে চলেছে।
চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে ভারতীয় দল দু’বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ ব্যাপার হল এর আগে বুধবার দু’বারই সেমিফাইনাল খেলে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এবারও বুধবার সেমিফাইনালে জয় পেয়েছে দল। এই কাকতালীয় ঘটনায় ভারতীয় ক্রিকেট ভক্তরা ধরে নিচ্ছেন যে বুধেই মঙ্গল, মানে বিশ্ব খেতাব আসন্ন।
১৯৮৩ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বুধবার খেলেছিল টিম ইন্ডিয়া। বুধবার ভারত ইংল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৩ রান করেছিল ইংল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছে গিয়েছিল কপিল দেবের ভারত। এরপর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের ঐতিহাসিক খেতাব জয়ের সেই মুহূর্ত।
গত ৩০ মার্চ ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। কাকতালীয়ভাবে এই দিনটিও বুধবার ছিল। সেমিফাইনালে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে উঠেছিল ফাইনালে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে ভারত। এই লক্ষ্য তাড়া করতে নেমে ২৩১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।