আগামীকাল ১৭ তারিখ শ্রীলঙ্কা (Sri Lanka) আর ভারতের (India national cricket team) মধ্যে এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এশিয়া কাপের সুপার ফোর শেষ হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় হাসিল করে ফাইনালের টিকিট পায়। অন্যদিকে, সুপার ফোরের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে সহজেই ফাইনালের টিকিট পেয়ে যায় টিম ইন্ডিয়া। তবে… ভারতের পক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ সহজ ছিল না। আন্ডারডগ বাংলাদেশের বিরুদ্ধে অনভিজ্ঞ দল নামানোই হয় কাল, যার কারণে পরাজয়ের মুখে পড়তে হয় টিম ইন্ডিয়াকে।
তবে এখন দুই দলই ফাইনালের জন্য প্রস্তুতিতে ব্যস্ত। এদিকে শ্রীলঙ্কার আকাশও ভাবাচ্ছে দুই দলকে। ইতিমধ্যে এশিয়া কাপের সিংহভাগ ম্যাচই বৃষ্টির ছোবলে পড়েছে। যার কারণে দুই দলেরই সমস্যা হয়েছে। অন্যদিকে, ফাইনালেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ফানাইল ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে কারা জিতবে শিরোপা?
আগামীকাল ফাইনাল ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, তাহলে দুই দলকেই এশিয়া কাপের বিজয়ী ঘোষণা করা হবে। যদিও, এটা প্রথম নয়, এর আগেও একবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল, সেই সময়ও বৃষ্টির কারণে খেলা রিজার্ভ ডে’তে গড়ায়। কিন্তু রিজার্ভ ডেতেও খেলা সম্ভব হয়নি। যার কারণে দুই দলকেই জুগ্ন বিজয়ী ঘোষণা করা হয়।
বলে দিই, এশিয়া কাপের সুপার ফোরে টেবিল টপার হয়ে ফাইনালে উঠেছে ভারত। তিন ম্যাচে দুটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ওদিকে একই পরিমাণ ম্যাচ জিতে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় স্থানে বাংলাদেশ। ও চতুর্থ স্থানে পাকিস্তান।