বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারে ভারত (India)। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ ২০২৩ এর চতুর্থ ম্যাচ। প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটিতেই ভারত জিতেছে। বাংলাদেশকে হারিয়ে চারে চার করা লক্ষ্য হবে দলের।
বাংলাদেশের বিরুদ্ধে খাতায় কলমে অনেকটা এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের বিপরীতে বাংলাদেশের বিশ্বকাপ ২০২৩ এর যাত্রা একেবারেই সুখকর হয়নি। ভারতের বিরুদ্ধে তাদের ওডিআই রেকর্ডও বলার মতো নয়। চলতি বছরে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৪০ টি একদিনের ম্যাচে একে অন্যের বিরুদ্ধে মাঠে নেমেছিল দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৩১টি ম্যাচে। বাংলাদেশের বিরুদ্ধেই ভারত করেছিলেন দলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ওডিআই স্কোর। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামে গিয়ে ৪০৯ রান করেছিল ভারত।
বিশ্বকাপের পারফরম্যান্স হোক কিংবা হেড টু হেড পরিসংখ্যান, ভারত বাংলাদেশের থেকে এগিয়ে। জয়ের সম্ভাবনা আরও বাড়ানোর জন্য প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) জায়গা দলে আসতে পারেন ঈশান কিষাণ (Ishan Kishan)। কারণ বাংলাদেশের বিরুদ্ধে ঈশানের পরিসংখ্যান খুব ভালো। করেছিলেন দ্বি-শতরান। সবথেকে কম বল খেলে দুশো করেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ঈশান।
দ্বিতীয় পরিবর্তন হতে পারে দলের অলরাউন্ড বিভাগে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিষ্প্রভ ছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোনো উইকেট না পাওয়া একমাত্র বোলার ছিলেন শার্দুল। অনেকের ধারণা, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তাঁর বদলে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) প্রথম একাদশে জায়গা করে দিতে পারেন রোহিত।