বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন, এই প্লেয়ারদের বাদ দেবেন রোহিত শর্মা

আজ এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের (BanglaDesh) বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া (India national cricket team)। আজকের ম্যাচ দুই পক্ষের দিক থেকেই নিয়ম রক্ষার ম্যাচ। কারণ ইতিমধ্যে পাকিস্তানক্যা হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে শ্রীলঙ্কা। এদিকে ভারত আগেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ এখনো পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে জয় হাসিল করতে পারেনি। তাই তারা আগেই ফাইনালের রেস থেকে বাদ গিয়েছে।

বলে দিই, গতকাল প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই পাকিস্তানি বোলারদের চাপে রাখেন শ্রীলঙ্কার ব্যাটাররা। কুশল পেরেরা, আসালাঙ্কাদের ব্যাটে ভর করে ৪২ ওভারে ৮ উইকেটে ২৫২ রান করেন লঙ্কার ব্যাটাররা। D/L মেথড হিসেবে শ্রীলঙ্কাক্যা ২ উইকেটে জয়ী ঘোষণা করা হয়। ৮৭ বলে ৯১ রান করে ম্যাচের সেরা হন কুশল পেরেরা। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে খেলতে নামবে শ্রীলঙ্কা।

এদিকে আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ায় বড়সড় পরিবর্তন করতে পারেন রোহিত শর্মা। যেহেতু এটি নিয়ম রক্ষার ম্যাচ, তাই কিছু প্লেয়ারকে বিশ্রাম দিয়ে নতুন টিম নামাতে পারেন রোহিত শর্মা।

সবথেকে বড় পরিবর্তন যেটা হতে পারে, সেটা হল বিরাট কোহলিকে এই ম্যাচে বিশ্রাম দিয়ে সূর্যকুমার যাদবকে খেলাতে পারেন রোহিত শর্মা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে আসতে পারেন শার্দূল ঠাকুর বা অক্ষর প্যাটেল। তৃতীয় পরিবর্তন হিসেবে আজ মহম্মদ শামিকে মাঠে দেখা যেতে পারে। বুমরাহকে বিশ্রাম দিয়ে শামিকে প্রথম একাদশে জায়গা দিতে পারেন রোহিত শর্মা। বলে দিই, এশিয়া কাপের পরেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তাই বিসিসিআই বা রোহিত শর্মা চাইবেন না যে, তাদের দলে কি প্লেয়াররা কোনোরকম চোট পান, তাই এই পরিবর্তন।