টানা চার ম্যাচ হারের পর ফিরেছে পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপ ২০২৩ (Cricket World Cup) পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দল এবং এখনও সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানি ক্রিকেট ভক্তরা এখন শুধু চাইছেন নিউজিল্যান্ড ও আফগানিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাক, পরিবর্তে পাকিস্তান উঠুক সেমিফাইনালে। তবে কোন দল সেমি ফাইনালে উঠবে তা কিছুদিন পরেই চূড়ান্ত হবে। প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি (Sourav ganguly) আশা করছেন, বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)।
সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমি আশা করি পাকিস্তান দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ।’ বিরাট কোহলির প্রশংসা করে গাঙ্গুলি বলেন, ‘বিরাট কোহলি নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড়। ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে তাঁর ৪৯তম সেঞ্চুরি দেখে দারুণ লাগছে। বিশেষ করে যখন শেষ কয়েকটি ইনিংসে এই রেকর্ডের খুব কাছে গিয়েও সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন।’
নেট রান রেটে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ডের দল। এমন পরিস্থিতিতে শুধু জিতলেই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে না। বর্তমানে পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬ এবং নিউজিল্যান্ড ০.৩৯৮ নেট রান রেটের কারণে কিউইরা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা খুবই কম। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড ১ রানে জিতলে পাকিস্তানকে ১৩০ রানে জিততে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কিউইরা হারলে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। দুই দলই জিতলে নেট রান রেট অনুযায়ী সেমিফাইনাল নির্ধারণ করা হবে।
পাকিস্তান ও নিউজিল্যান্ড যদি তাদের পরের ম্যাচে হেরে যায় এবং আফগানিস্তান তাদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারে, তাহলে আফগানিস্তানের দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে কোন দল সেমিফাইনালে উঠবে? আগামী ১১ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে এ বিষয়ে সমীকরণ আরও সরল হবে।