পাকিস্তানের বিরুদ্ধে বড় নজির রোহিতদের! ইতিহাসে মাত্র ৪ বার এই অসাধ্য সাধন করেছে টিম ইন্ডিয়া

ভারতীয় দল (India national cricket team) গতকাল বৃষ্টি ভেজা মাঠে পাকিস্তানের গোটা টিমকে (Pakistan national cricket team) ধুয়ে দিয়ে সহজ জয় হাসিল করে নিয়েছে। প্রথম দিন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিলের অনবদ্য হাফ সেঞ্চুরির সুবাদে ভারতীয় দল ২৪.১ ওভারে দুই উইকেট খুইয়ে ১৪৭ রান করেছিল। এরপর মাঠে নামেন বিরাট কোহলি ও কেএল রাহুল। তাঁরা যখন নিজস্ব স্কোর ৮ ও ১৭তে ছিলেন, তখন আচমকাই বৃষ্টি নেমে খেলা পণ্ড হয়ে যায় আর ম্যাচ রিজার্ভডের দিকে পা বাড়ায়।

রিজার্ভ ডে’তেও খেলা সময়ে শুরু করা যায়নি। এরপর খেলা শুরু হলে মাঠে দাপট দেখানো শুরু করেন কোহলি ও রাহুল। দুজনাই শতরান সম্পূর্ণ করেন এবং দুজনাই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। কোহলির  ১২২ ও রাহুলের ১১১ রানের সুবাদে ভারত পাকিস্তান দলের সামনে পাহাড় প্রমাণ ৩৫৬ রানের লক্ষ্য রাখে।

ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল পাকিস্তানকে। বুমরাহ, সিরাজের আগুনে বোলিংয়ের সামনে কার্যত মাথা নুইয়ে দিয়েছিল বাবররা। পাকিস্তানকে প্রথম ঝটকা দেন বুমরাহ, এরপর একের পর এক উইকেট খোয়াতে থাকে পড়শি দেশ। শেষ পর্যন্ত ১২৮ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ও ভারত ২২৮ রানে জয় পায়।

babar rohit ind pak

তবে, ভারত এদিন আরও একটি ইতিহাস গড়েছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমনটা মাত্র চারবারই হয়েছে। আসলে ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা এই কৃতিত্ব গড়েছেন। ভারতের টপ ৪ ব্যাটার অর্ধশতরান করে এই নজির গড়েছেন। এই ম্যাচের আগে আরও তিনবার এই কৃতিত্ব গড়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। ২০০৬ সালে ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০০৭ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে, এবং গতকাল এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম চার ব্যাটসম্যান অর্ধশতরান করে এই নজির গড়েছেন।