চারবার খেলেছিল ভারত, টিম ইন্ডিয়ার জন্য বড্ড অশুভ এই রিজার্ভ ডে! কাঁদিয়ে দেবে সেই ইতিহাস

এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ভারত-পাকিস্তান (India Pakistan) ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। গতকাল ভারতীয় দল (India national cricket team) প্রথম ব্যাট করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিলের (Shubman Gill) অর্ধশতরানের উপর ভর করে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান করে। এরপরেই বৃষ্টি নেমে খেলা পণ্ড হয়ে যায়। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে’তে। আজ দুপুর তিনটে থেকে সেই একই অবস্থা থেকে ম্যাচ শুরু হবে।

তবে, রিজার্ড ডে’তে খেলা গড়ানোয় ভারতীয় দলের সামনে আরও একটি সমস্যা এসেছে। সেটি হল, আজ খেলা শেষ করে আবার আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে। পরপর তিনদিন খেলায় ভারতীয় দলের প্লেয়াররা ক্লান্ত থাকবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আর এর অ্যাডভান্টেজ যে শ্রীলঙ্কা পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

ওদিকে, রিজার্ভ ডে যে ভারতীয় দলের জন্য শুভ নয়, তা বেশ কিছু পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যায়। বলে দিই যে, ২০১৯ এর বিশ্বকাপের সময় ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচও রিজার্ভ ডে’তে গড়িয়েছিল। সেবার নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৩৯ রান করে, ভারত রিজার্ভ ডে’তে ব্যাট করতে নেমে ২২১ রান করে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল।

india rohit virat

এরপর ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও রিজার্ভ ডে’তে গড়ায়। সেখানেও নিউজিল্যান্ডের সামনে হারের মুখে পড়তে হয়েছিল ভারতকে। অন্যদিকে, ২০০২ সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল রিজার্ভ ডে’তে গিয়েছিল। যদিও, সেবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া ওই ম্যাচ বৃষ্টির কারণে পুরো পণ্ড হয়ে যায়। তবে, রিজার্ভ ডে’তে একবারই জিতেছিল ভারত। সেটি ১৯৯৯ সালের বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় দল।