চলতি ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) টানা অষ্টম জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। ভারতীয় দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল। রবিবার শীর্ষ দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা যখন মুখোমুখি হয়েছিল, তখন সবাই ভেবেছিল ম্যাচটি রোমাঞ্চকর হবে। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা এবং তারপর বোলাররা অসাধারণ পারফর্ম করে সহজেই ম্যাচ জিতে নেন। শুধু তাই নয়, শীর্ষে নিজের অবস্থানও ধরে রেখেছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল যারা সেমিফাইনালে নিজেদের আসন নিশ্চিত করেছে। সেমিফাইনালের জন্য বাকি দুটি দল এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে টিম ইন্ডিয়া আট ম্যাচের মধ্যে আটটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তবে ভারতীয় দলের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। একই সঙ্গে দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার দল। তারা আট ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে এবং বর্তমানে ১২ পয়েন্ট পেয়েছে। ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে, তাতে এটা স্পষ্ট যে শেষ লিগ ম্যাচেও জিততে পারে টিম ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয় দলের পয়েন্ট ১৬ থেকে বেড়ে ১৮ হতে পারে।
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার যদি তাদের বাকি ম্যাচও জিততে পারে, তাহলে তাদের সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে। বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দলটি এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে পাঁচটি জিতে দশ পয়েন্ট পেয়েছে। অর্থাৎ বাকি দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে অস্ট্রেলিয়া দল। অন্যদিকে আট ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আট ম্যাচে পাকিস্তানের পয়েন্টও আট। পাকিস্তান রয়েছে পাঁচ নম্বরে। অর্থাৎ পাকিস্তান ও নিউজিল্যান্ড যদি তাদের পরের ম্যাচ জিততে পারে তাহলে তারা ১০ পয়েন্টে পৌঁছাতে পারে। একটা বিষয় স্পষ্ট যে পরের ম্যাচটি ভারতীয় দলের জন্য আর খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
চার নম্বরে থাকবে পাকিস্তান অথবা নিউজিল্যান্ড। অর্থাৎ ভারতীয় দল কোন পজিশনের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা ঠিক হয়ে গেলেও দল এখনও ঠিক হয়নি। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়াকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার সেমিফাইনালে ভারতীয় দল কেমন পারফর্ম করবে সেটাই দেখার বিষয়।