হয়ে গেল চূড়ান্ত, ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রথম একাদশের ঘোষণা!

আজ বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান (India Pakistan) ম্যাচ হতে চলেছে এশিয়া কাপে (Asia Cup)। আজকের ম্যাচ যেমন ফাইনালে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, তেমনই দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আসলে দুই দলই নিজেদের মধ্যে খেলার সময় আলাদাই একটা মেজাজে থাকে। দুই দলই সাধারণ ম্যাচকে ফাইনাল হিসেবেই নেয়। আর সেই কারণে ক্রিকেট বিশ্বে সবথেকে উত্তেজনাপূর্বক ম্যাচ বলে গণ্যও হয় ভারত-পাকিস্তান খেলা।

আজ সুপার ফোরে ফের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (India national cricket team) ও পাকিস্তান (Pakistan national cricket team)। দুই দলই আজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। পাকিস্তান সুপার ফোরের একটি ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে। আর তারা সেই ম্যাচে সহজ জয়ও পেয়েছে। ওদিকে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটিও শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েছে। সাকিবদের যে এশিয়া কাপে আর সুযোগ নেই, সেটা স্পষ্ট।

ওদিকে, আজ ভারতের বিরুদ্ধে নামার আগেই নিজেদের দল ঘোষণা করেছেন পাকিস্তান। পাকিস্তানের একাদশ হল ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ। বলে দিই, এর আগে বাংলাদেশ ম্যাচে নাসিম শাহ চোট পেয়েছিলেন, তাঁর এই ম্যাচে খেলা অনিশ্চিত ছিল, কিন্তু তিনিও এই ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামছেন।

india pakistan asia cup

ওদিকে ভারতের একাদশ এখনো ঘোষণা না হলেও তারা যেমন দল নিয়ে নামতে পারে, তা এক নজরে দেখে নিন। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (রিজার্ভ উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, কুলদীপ যাদব।