গ্রুপে সেরা থেকে এখনো পর্যন্ত কোনও দলই জেতেনি বিশ্বকাপ! টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে এই সমীকরণ

প্রথম দল হিসেবে বিশ্বকাপ ২০২৩ (Cricket World Cup) এর সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত (India)। এবারের বিশ্বকাপ হয়েছে রাউন্ড রবিন ফরম্যাটে। প্রাথমিক পর্ব শেষে ভারত ছিল ক্রম তালিকার শীর্ষে। এই সময়কালে একটি ম্যাচেও হারেনি দল। নয় ম্যাচ খেলে নয়টিতেই ভারত জিতেছে। টিম ইন্ডিয়ার যা ফর্ম তাতে বিশ্বকাপ জয় করা শুধু সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। কিন্তু অতীত রেকর্ড বলছে অন্য কথা।

   

আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ভারত ও নিউজিল্যান্ড দুই দলের নামে রয়েছে অদ্ভুত কিছু পরিসংখ্যান, যা মোটেও খুব একটা ইতিবাচক নয়। দুই দলের কোনো দলই রাউন্ড রবিন ফরম্যাটে শীর্ষে থেকে সেমিফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন হতে পারেনি।

নিউজিল্যান্ড ১৯৯২ সালের ওয়ার্ল্ড কাপের প্রাথমিক পর্বে সবার আগে ছিল। কিন্তু সেমিফাইনালে হেরে গিয়েছিল তারা। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজয়ের মুখোমুখি হয়েছিল কিউইরা। উক্ত বর্ষের ২১ মার্চ ইডেন পার্কে সেমিফাইনাল আয়োজিত হয়েছিল, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। নিউজিল্যান্ড করছিল ২৬২ রান, পাকিস্তান ২৬৪।

india new zealand

২০১৯ বিশ্বকাপের শুরু থেকে সেরা ফর্মে ছিল ভারত। রাউন্ড রবিন ফরম্যাটের প্রাথমিক পর্বে ক্রম তালিকার শীর্ষে ছিল দল। ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনাল ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত হেরেছিল। প্রথমে ব্যাট করে টিম নিউজিল্যান্ড করেছিল ২৩৯ রান। জবাবে ভারতের ইনিংসে ২২১ রানে থেমে গিয়েছিল।