অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের আগে বড় ঝটকা! ICC-র এই ঘোষণায় ঘুম উড়ল টিম ইন্ডিয়ার

আগামীকাল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত (India) বনাম অস্ট্রেলিয়া (Australia) বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল। এই ম্যাচের আগে আলোচনার অন্ত নেই। কুড়ি বছর পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দুই দল। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে টিম ইন্ডিয়া, এমনটাই আশা করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু এরই মধ্যে শুক্রবার করা একটি ঘোষণা ভারতীয় ভক্তদের চিন্তার কারণ হয়ে উঠেছে।

   

rohit sharma cummins

আসলে এই ঘোষণা আম্পায়ার (Umpire) সম্পর্কিত। ফাইনাল ম্যাচের জন্য আইসিসি (International cricket council) আম্পায়ারদের নাম প্রকাশ করেছে। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করার দায়িত্ব এমন একজন আম্পায়ারকে দেওয়া হয়েছে যিনি এর আগে টিম ইন্ডিয়ার পাঁচটি আইসিসি নকআউট পরাজয়ের সাক্ষী ছিলেন। সেই আম্পায়ারের নাম রিচার্ড কেটলবরো (Richard Kettleborough), যিনি এই বিশ্বকাপেও নিজের সিদ্ধান্তের জন্য আলোচনার বিষয় হয়ে উঠেছেন। একটি ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের সময় ওয়াইড বল না দেওয়ায় অনেক প্রশ্ন উঠেছিল। শুধু তাই নয়, কেটলবরো টিম ইন্ডিয়ার জন্য ‘ আনলাকি ‘ বলে প্রমাণিত হয়েছেন বলে অনেকের মত।

রিচার্ড কেটলবরো ভারতের আইসিসি নকআউটে পাঁচটি পরাজয়ের অংশ ছিলেন। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে ভারতীয় দল। প্রতি ক্ষেত্রেই উপস্থিত ছিলেন এই রিচার্ড। এই পাঁচবারই ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। এবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালের আম্পায়ার হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। তবে টিম ইন্ডিয়া যে ফর্মে রয়েছে তার আগে এই জাতীয় অনেক কাকতালীয় পরিসংখ্যান বা ঘিতিবস এবার ব্যর্থ বলে প্রমাণিত হতে পারে।

richard kettleborough

ফাইনাল ম্যাচের জন্য আম্পায়ারিং প্যানেল:

ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ
তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট