ফাইনালে উঠতেই বড়সড় ঝটকা টিম ইন্ডিয়ায়! ফের চোটে কাহিল বিধ্বংসী প্লেয়ার, মাথায় হাত BCCI-র

এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। সুপার ফোরের পরপর দুটি ম্যাচে অসাধারণ জয় হাসিল করে ভারতীয় দল। জাড় সুবাদে, তাদের আর ফাইনালে যাওয়ার কোনও বাধা রইল না। সুপার ফোরের প্রথম ম্যাচে ২২৮ রানে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে দলের ব্যাটার ও বোলারদের অসাধারণ পার্ফরমেন্স দেখা যায়। দুই মিলে বাবর আজমদের এক্কেবারে নাস্তানাবুদ করে দেয়।

গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম থেকে ভালো খেললেও ১১ ওভারের পর থেকে ভারতীয় ব্যাটারদের পতন শুরু হয়। শ্রীলঙ্কার ঘূর্ণির সামনে একের পর এক উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন ভারতীয় ব্যাটাররা। কোনও করমে ২০০ পার করে শ্রীলঙ্কার সামনে ২১৪ রানের লক্ষ্য রাখে ভারত।

জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে হিমশিম খায়। প্রথমে ভারতীয় ফাস্ট বোলার, পরে স্পিনারদের সামনে কার্যত অসহায় দেখায় লঙ্কান ব্যাটারদের। একের পর এক উইকেট খুইয়ে ৪১ রানে পরাজয় শিকার করে শ্রীলঙ্কা। এই ম্যাচে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং ও ফিল্ডারদের ফিল্ডিং দেখে সবার চোখ জুড়িয়ে যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই ভারত ফাইনালে পৌঁছে যায়। কিন্তু… ফাইনালে পৌঁছোতেই বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া।

shreyas iyer 2

জানা গিয়েছে যে, ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বর্তমানে চোটের কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়তে চলেছেন। জানিয়ে রাখি যে, কদিন আগেই প্রায় ৬ মাসের চোট কাটিয়ে দলে ফেরেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সুযোগও পেয়েছিলেন। কিন্তু পরে কেএল রাহুল দলে আসায় তাঁকে বসিয়ে দেওয়া হয়। যদিও, এর কারণ হিসেবে তাঁর চোট দেখানো হয়েছে। বলে দিই, বিশ্বকাপের ১৫ জনের দলে নাম আছে আইয়ারের। আর এই সময় তাঁর এই চোট ভাবাচ্ছে BCCI-কেও।