বিশ্বকাপে (Cricket World Cup) ইংল্যান্ডকেও (England) হারিয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। এবারের বিশ্বকাপে এটি ভারতের ষষ্ঠ জয়। ভারত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া এবং সবকটিতেই দল জিতেছে। ভারতের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড রোহিত শর্মাদের বিজয় রথ থামাতে পারেনি। এই জয়ে টিম ইন্ডিয়া শুধু পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে আসেনি, বিশ্বকাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছে।
এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দ্বিতীয় দল হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে ৫৯ টি ম্যাচ জিতেছে ভারত। এ ক্ষেত্রে ভারতের চেয়ে কেবল একটি দলই এগিয়ে আছে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৭৩টি ম্যাচ জিতেছে, যা বিশ্ব ক্রিকেটের নিরিখে একটি নজির। সেই সঙ্গে এই তালিকায় দ্বিতীয় স্থানে এখন ভারত, ৫৯টি বিশ্বকাপ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে মেন ইন ব্লু ব্রিগেড। এই তালিকায় ভারতের পর তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তারা এখনও পর্যন্ত মোট ৫৮টি বিশ্বকাপ ম্যাচ জিতেছে।
এ ছাড়া ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে হারের পর নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড দলও। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচ হেরেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এর আগে বিশ্বকাপের সব আসরে ইংল্যান্ডের সঙ্গে এমন ঘটনা ঘটেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপ ২০২৩ যাত্রা প্রায় শেষ হয়ে গিয়েছে। তাদের এখনও তিনটি ম্যাচ বাকি। যথাক্রমে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন ফরম্যাটের বাকি ম্যাচগুলো খেলবে তারা।