১২ বছরের ফাঁড়া! শ্রীলঙ্কাকে হারিয়ে শাপমোচন ঘটাল টিম ইন্ডিয়া, ফাইনালে রোহিতরা

গতকাল মঙ্গলবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া (India national cricket team) ও শ্রীলঙ্কা (Sri Lanka national cricket team)। এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল সমান গুরুত্বপূর্ণ। কারণ যেই জিতবে, সে সরাসরি ফাইনালের টিকিট অর্জন করে নেবে। হলও তাই, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেই হারিয়ে সহজেই এশিয়া কাপের ফাইনালে চলে গেল রোহিত শর্মারা (Rohit Sharma)। এরপর ১৫ তারিখ নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথমের দিকে দুর্দান্ত শুরু করলেও ১১ তম ওভারেই হয় ছন্দপতন। শ্রীলঙ্কার তরুণ বামহাতী বোলার দুনিথের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল। এরপর ব্যাক্তিগত ৩ রানে দুনিথের বলেই সহজ ক্যাচ দিয়ে আউট হন পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে শতরান করা বিরাট কোহলি (Virat Kohli)। ১১ থেকে ৪০ ওভারের মধ্যে টিম ইন্ডিয়া ১১৫ রান করতে সাত উইকেট হারায়। যা রোহিতদের কাছে ছিল বড় ধাক্কা। এরপর ৪৯.১ ওভারে ২১৩ রানে শেষ হয় ভারতের ইনিংস। সবথেকে বড় বিষয় হল, টিম ইন্ডিয়ার ১০ উইকেটই নিয়েছিলেন লঙ্কান স্পিনাররা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল লঙ্কার ব্যাটারদের। বুমরাহর মারণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি তাঁরা। প্রথম পাওয়ার প্লেতে বুমরাহ ২ ও সিরাজ ১ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেয়। যদিও, দুনিথ ও লঙ্কার অধিনায়কের ইনিংসের সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছেই গিয়েছিল তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪১.৩ ওভারে মাত্র ১৭২ রানে ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। ৪১ রানে জয় পায় টিম ইন্ডিয়া। আর এই জয়ের মাধ্যমেই ভারত ১২ বছরের একটি শাপমোচন করেছে।

rohit team india

আসলে, ভারতীয় দলের ইতিহাস বলছে যে, বিরাট কোহলি যেই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন, সেই টুর্নামেন্টে ভারত আর ফাইনালে যেতে পারেনি। উল্লেখ্য, সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ব্যাটে, বলে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। আর সেই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। তিনি অপরাজিত ১২২ রান করেছিলেন। তবে, এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হলও না, বোঝা নামল কোহলির মাথা থেকেও।