সাত উইকেট নেওয়ার জের! নিউজিল্যান্ডে নিষিদ্ধ শামি, খবর শুনে ‘হাঁ’ টিম ইন্ডিয়ার বোলার

বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood) ভারতের (India) ফাস্ট বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষে দুর্দান্ত কীর্তি গড়েন শামি। একাই সাত উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন। মহম্মদ শামির এই সাফল্যে সারা বিশ্ব থেকে অভিনন্দন পেয়েছেন তিনি।

   

img 6094

অভিবাদন জানানো দাবি ব্যক্তিদের মধ্যে রয়েছে বলিউড অভিনেতা সোনু সুদের। সোনু একটু কায়দা করে শামিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোনু সুদ “ব্রেকিং নিউজ” লিখে টুইট করেছেন। টুইটে সোনু লিখেছেন, ‘নিউজিল্যান্ডে শামি কাবাব নিষিদ্ধ।” সোশ্যাল মিডিয়ায় বলি তারকার এই পোস্টে তারকা পেসার রিপ্লাই করেছেন। শামির রিপ্লাই কম মজার নয়। সোনুর পোস্ট রিপোস্ট করে তিনি লিখেছেন, “হাহাহাহাহা”। এর পাশাপাশি একটি হার্ট ইমোজিও দিয়েছেন শামি।

মহম্মদ শামির ৫৭ রানে ৭ উইকেট নিয়েছেন এবারের বিশ্বকাপ সেমিফাইনালে। এই সেরা বোলিং ফিগার তাঁকে ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা প্রথম ভারতীয় বোলার করে তুলেছেন। একই সঙ্গে দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁর গড় ৯.১৩ এবং স্ট্রাইক রেট ১০.৯১, এই বিশ্বকাপে সব বোলারদের মধ্যে সেরা, যা তাঁর অসাধারণ বোলিং দক্ষতা ও ধারাবাহিকতা প্রমাণ করে। এর মধ্যে একটি ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এবং চার উইকেট নেওয়ার মতো একাধিক উদাহরণ রয়েছে। এছাড়াও তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি বিশ্বকাপের একটি ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০ বছর পর আবারও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত।