ফের নাক কাটাল টিম ইন্ডিয়া, বাংলাদেশের বিরুদ্ধে যা করল রোহিতরা! লজ্জায় মুখ ঢাকছে গোটা দেশ

আজ এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে টিম ইন্ডিয়ার (India national cricket team) বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ (Bangladesh national cricket team)। আজ রোহিত শর্মা (Rohit Sharma) দল নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রত্যাশিত মতে আজ বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে। এদের বদলে আজ দলে জায়গা দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি ও তিলক বর্মাকে। বলে দিই, আজ তিলক বর্মা ভারতীয় একদিনের দলে অভিষেক করলেন।

ভারতীয় দলে একবারে ৫ জনের পরিবর্তন হওয়া দেখে সবাই চমকে যায়। আসলে, আগামী রবিবার এশিয়া কাপের ফাইনাল খেলা রয়েছে। আর তাঁর আগে রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট দলের কি প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে এদের সবাইকে বিশ্রাম দিয়ে বাকিদের সুযোগ করে দেওয়া হয়।

এদিন রোহিত শর্মা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই ভারতের বোলিং সামলাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। প্রথম কয়েক ওভারেই বাংলাদেশের টপ অর্ডার ধ্বসে যায়। মহম্মদ শামি একটি ও শার্দুল ঠাকুর দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে একেবারে হিমঘরে পাঠিয়ে দেয়। কিন্তু নবম ওভারে এমন এক কাণ্ড ঘটায় টিম ইন্ডিয়া, যা দেখে সবাই ক্ষুব্ধ।

rohit sharma india team asia cup

কী করল ভারতীয় দল? নবম ওভারে শার্দুল ঠাকুরের বলে মেহদি হাসানের পরপর দুটি ক্যাচ ছাড়েন টিম ইন্ডিয়ার ফিল্ডিরাররা। প্রথম ক্যাচটি ছাড়েন কৃষ্ণ, দ্বিতীয় ক্যাচটি ছাড়েন সূর্যকুমার। এরপরেই চারিদিকে ভারতীয় দলকে নিয়ে ছিঃছিঃকার পড়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই একটি পরিসংখ্যান বেড়িয়েছিল, যেখানে ভারতীয় দলের ক্যাচিং দক্ষতা বাংলাদেশের থেকে কম এমনকি তালিকার একদম নীচে থাকা আফগানিস্তানের একধাপ উপরে দেখানো হয়েছিল। আজ সেই রুপই ফেরা দেখা গেলো।