অষ্টমবার বিশ্বকাপের সেমিতে টিম ইন্ডিয়া! পুরনো হার-জিতের পরিসংখ্যান দেখে মুখে হাসি রোহিতদের

চলতি বিশ্বকাপের (Cricket World Cup) প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (India national cricket team)। আগামী ১৫ নভেম্বর দুপুর ২টায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। ১৩ টি বিশ্বকাপে আটবার সেমিফাইনাল খেলেছে ভারত। সেই অনুযায়ী টিম ইন্ডিয়ার সাফল্যের হার কম। গত ৭ টি বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া মাত্র ৩ টি ম্যাচ জিতেছে এবং ৪ টি ম্যাচ হেরেছে। অর্থাৎ জয়ের হার ৪৩ শতাংশ।

   

১৯৮৩: ঐতিহাসিক বছর। ভারতের প্রথম বিশ্বকাপ ফাইনাল। ম্যাচটি ছিল আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে মাত্র ২১৩ রানে রুখে দিয়েছিলেন। তারপরে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য অর্জন করে ভারত। ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন লালা অমরনাথ। তিনি ২৭ রানে দু’টি উইকেট নেন এবং ব্যাট হাতে করেন ৪৬ রান।

১৯৮৭: টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারতীয় দল। এবারও ইংল্যান্ডের মুখোমুখি। ভারত আয়োজক। মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনাল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে, জবাবে ভারতীয় দল ২১৯ রানে অল আউট হয়ে যায়।

১৯৯৬: এই ম্যাচটিও ভারতের মাটিতে খেলা হয়েছিল । প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে এবং পরে ভারতীয় দল ৩৪.১ ওভারে মোট ১২০ রানে ৮ উইকেট হারায়। অষ্টম উইকেট পতনের সঙ্গে সঙ্গে ইডেন গার্ডেনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন ছিল যে এর পরে ম্যাচের একটিও বল আর খেলা সম্ভব হয়নি।

২০০৩: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে কেনিয়ার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৭০ রান তোলে এবং পরে কেনিয়াকে ১৭৯ রানে অল আউট করে।

২০১১: এই ম্যাচটি ছিল ভারত বনাম পাকিস্তানের মধ্যে। মোহালিতে প্রথমে ব্যাট করে সচিন তেন্ডুলকারের ৮৫ রানের সুবাদে ২৬০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৩১ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

২০১৫: সিডনিতে সেমিফাইনালে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরেছিল ভারত। প্রথমে ব্যাট করে ৩২৮ রান করেছিল তারা। ২৩৩ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল।

২০১৯: ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ২৪০ রানের টার্গেট দেয় কিউইরা। কিন্তু টিম ইন্ডিয়া ২২১ রানে অল আউট হয়ে যায়।

উপরের পরিসংখ্যান অনুযায়ী, টিম ইন্ডিয়া সেমিফাইনালে দুই ম্যাচ হারের পর তৃতীয়বার জয় পায়। এর আগে ২০১৫ ও ২০১৯ এ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হারের পর এবার টিম ইন্ডিয়ার জয়ের চ্যান্স রয়েছে।