একদম দোরগোড়ায় কড়া নাড়ছে কালীপুজো। এদিকে কালীপুজোর আগেই সকলের আশঙ্কা সত্যি হলো আবহাওয়া নিয়ে। রাজ্যের পারদ আরো খানিকটা নেমে গেল। ভোরবেলা তো রয়েছেই, এর পাশাপাশি রাতের পারদও এক ধাক্কায় হু হু করে নেমে গেল।
একপ্রকার রাত হলেই ঠান্ডার দাপট ধীরে ধীরে টের পেতে শুরু করেছেন রাজ্যের মানুষজন। এখন সূর্যের চোখ রাঙানিও সকলের ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে আবারও নতুন করে সকলের বাড়িতে ফ্যান, পাখা বন্ধ হয়ে গিয়েছে এবং ঠান্ডা এড়াতে সকলেই গায়ে চাদর দিতে শুরু করেছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই চলতি সপ্তাহের সোমবার থেকে পারদ নামতে শুরু করেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একের পর এক জেলায়।
তবে শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, উত্তরবঙ্গেও হু হু করে নামতে শুরু করেছে পারদ। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে অবধি নেমে গেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, কালীপুজো আসতে না আসতেই ঠান্ডায় জুবুথুবু হতে পারেন রাজ্যবাসী। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, শীত কি তবে বাংলায় ঢুকেই পড়ল পাকাপাকিভাবে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। এরইসঙ্গে আগামী কয়েকদিন রাজ্যের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। শুধু কালীপুজোতেই নয়, ভাই ফোঁটাতেও এরকম শীত শীত আমেজ বজায় থাকবে রাজ্যে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহর কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে। অন্যদিকে কিছু জেলার পারদ ১৭ থেকে ১৮ ডিগ্রি অবধি নেমে যেতে পারে।