আর একদিন পরেই কালীপুজো। একদিন পরেই গোটা দেশ কালীপুজো বা দীপাবলির আনন্দ যায় বলুন না কেন আনন্দে মেতে উঠবেন সকলে। এদিকে সকলের দীর্ঘ প্রতীক্ষিত ঠান্ডা (Winter) আবহাওয়া বিরাজ রয়েছে। রাত হোক বা সকাল….শিরশিরানীঠান্ডা আবহাওয়ার কারণে বেজায় খুশি সকলে।
ইতিমধ্যে শহর কলকাতা( Kolkata) থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) একের পর এক জেলার পারদ নিম্নমুখী। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে আজ ভূত চতুর্দশী। আর এই বিশেষ দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে দ্রুত পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
উৎসবের আবহে এমনিতেই চোখ রাঙাচ্ছে এক ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের কারণে দেশের একের পর এক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে বাংলার মানুষজনের মুখে এখন একটা প্রশ্ন খুব ঘোরাঘুরি করছে, আর সেটা হল ভূত চতুর্দশী বা কালীপুজো নির্বিঘ্নে কাটবে তো? উৎসবের পথের কাঁটা হবে না তো নাছোড়বান্দা বৃষ্টি? এই বিষয়ে অবশেষে বড় রকমের পূর্বাভাস দিল আইএমডি (India Meteorological Department)। যা শুনে চমকে উঠতে পারেন আপনিও।
আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ভূত চতুর্দশীর দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে। এছাড়া আগামী কয়েকদিন হু হু করে রাজ্যের পারদ পতন ঘটবে। যদিও শনি ও রবিবার দেশের একাধিক রাজ্যে রয়েছে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, দিল্লিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।