আজও তাণ্ডব নৃত্য করবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের এই ১২ জেলায় তুমুল দুর্যোগ! কড়া সতর্কতা IMD-র

লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে একদম আমুল বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া (Weather)। কিছুদিন আগে অবধি যেখানে দুটো করে ফ্যান বা এসি ছাড়া মানুষের ঘুম আসছিল না সেখানে এখন দুম করে তড়িঘড়ি ফ্যান বন্ধ করার এবং এসি বন্ধ করার প্রবণতা শুরু হয়েছে। এমনকি রাতে গায়ে চাদরও চাপাতে হচ্ছে।

লাগাতার দুদিন ধরে, বিশেষ করে কাল সন্ধের পর থেকে তুমুল ঝড়-বৃষ্টির সাক্ষী থাকে কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলা। কোথাও জল জমেছে আবার কোথাও ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে গিয়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়ের কারণে বহু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু বাড়ির বিদ্যুৎ চলে গিয়েছে। যে কারণে চরম বিপাকে পড়েছেন মানুষ। এহেন অবস্থায় আবারও নতুন করে আবহাওয়া প্রসঙ্গে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাগুলিতে তুমুল বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এরকমই আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও ঝড় হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে।

weather 1st may(1)

অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তেও বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে অনেকটাই তাপমাত্রাও কমেছে। শুনতে অবাক লাগলেও এখন এটাই সত্যি। অন্যদিকে আবহাওয়া বিজ্ঞানীরা আশা করছেন যে জুনের প্রথম সপ্তাহে বর্ষা কেরালায় প্রবেশ করবে।

বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মরসুমের গড়ের থেকে চার ডিগ্রি কম

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button