যত সময় এগোচ্ছে সারা দেশের আবহাওয়া আরও যেন শীতল হয়ে উঠছে। একপ্রকার বলাই চলে, দরজার কড়া নাড়ছে শীত (Winter)। গোটা দেশের পাশাপাশি বাংলার (West Bengal) আবহাওয়ারও (Weather) যেন ধীরে ধীরে বদল ঘটছে। বাংলায় ইতিমধ্যে উত্তুরে হাওয়ার আগমন ঘটতে শুরু করেছে। শুধু তাই নয়, প্রায় ঘরেই এখন পাখা চালানো বন্ধ করে দেওয়া হয়েছে।
একপ্রকার বাংলায় আর কিছুদিনের মধ্যেই শীত ঢুকতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা একদমই নেই বলা চলে। সেইসঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া। অনেকেই আছেন যারা ইতিমধ্যে গায়ে মোটা জামা দিতে শুরু করে দিয়েছেন। এদিকে আগামীকালই হল বাঙালির আরও এক প্রিয় উৎসব, লক্ষ্মীপুজো।
জায়গায় জায়গায় মানুষের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। বাজারে মানুষের ভিড় একপ্রকার উপচে পড়ছে। সকলেই কালকের জন্য তৈরি হচ্ছেন। তবে অনেকেরই মনে আজকের আবহাওয়া দেখে প্রশ্ন জাগছে, তবে কি বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কোনওরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, হলেও একদম দু এক ফোঁটা হতে পারে। বরং আজ থেকেই ধীরে ধীরে পারদ পতন ঘটতে শুরু করবে বাংলায়। এক ধাক্কায় সেই পারদ ২ থেকে ৩ ডিগ্রি নেমে যাবে। দিনে ও রাতে বেশ শীতের অনুভূতি হবে।
এরইসঙ্গে হাওয়া অফিসের মতে, লক্ষ্মী পুজোর দিনেও মনোরম পরিবেশ থাকছে। উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রা খুব একটা বদল ঘটবে না। যদিও আবহাওয়া দফতর (India Meteorological Department) পূর্বাভাস দিয়েছে যে দক্ষিণ ভারতে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। IMD ২৯-৩০ অক্টোবর দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ কারণে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন মানুষ।
একই সঙ্গে দিল্লি-এনসিআর-এ দূষণের প্রকোপ অব্যাহত রয়েছে। এদিকে পার্বত্য রাজ্যগুলির কথা বলতে গেলে, এই রাজ্যগুলিতে শীত বাড়তে শুরু করেছে। পাহাড়ি রাজ্য যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে শীত বাড়তে শুরু করেছে। সকাল-সন্ধ্যায় প্রচণ্ড ঠাণ্ডায় কাবু হয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। অনেক জায়গায় তুষারপাতও হয়েছে।