আমফান, ইয়াস বাচ্চা! পুজোতে বাংলায় আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়, দিনক্ষণ জানাল IMD

দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গের (West Bengal) আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। একপ্রকার বাংলায় বিপদের ঘণ্টা বাজতে চলেছে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের মধ্যে। বাংলা, ওড়িশার দিকে মুখ করে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন (Cyclone) বা ঘূর্ণিঝড় যাই বলুন না কেন। পণ্ড হতে পারে পুজোর আনন্দ। পূর্ণ শক্তি নিয়ে এটি আগামী মাসের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে। সাইক্লোন ‘বিপর্যয়’-এর পর আসন্ন এই ঘূর্ণিঝড়-এর ভয়াবহতা দেখে কেঁপে যেতে পারেন বাংলা ও ওড়িশার মানুষ।

সাইক্লোন ‘বিপর্যয়’-এর দাপট এখনো অবধি ভুলতে পারেননি মানুষ। আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছে, ঘনীভূত হওয়া নিম্নচাপটি ক্রমশ এগোচ্ছে। পুজোর মাস অর্থাৎ অক্টোবরেই একটি সাইক্লোন তৈরি হওয়ার কথা। বিধ্বংসী আকার ধারণ করতে পারে । অতীত হয়ে যেতে পারে মোচা, আমফান, ফনীর গতিও। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক ঘূর্ণিঝড়। তবে এখনো তা পুরোপুরি তৈরি হয়ে উঠতে পারেনি। কিন্তু এটি যদি একবার পরিণত হয়ে যায় তাহলে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় তেজ নামে আছড়ে পড়তে পারে। আবহওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের গতিমুখ রয়েছে বাংলা ও ওড়িশার দিকে।

মঙ্গলবার আবহাওয়া দফতর আইএমডি (IMD) জানিয়েছে, অক্টোবরের মধ্যে এটি আছড়ে পড়তে পারে। হাওয়া অফিসের অনুমান, সেপ্টেম্বরের শেষভাগ থেকে অক্টোবরের শুরুর দিকে থাইল্যান্ড থেকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে ৷ আর এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ নয়, সোজা সাইক্লোনে পরিণত হতে পারে বলে খবর। আর এই তেজ যদি একবার ঘূর্ণিঝড়-এ পরিণত হয়ে যায় তবে সেটি পূর্ণ শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়বে।  ৪-১০ অক্টোবরের মধ্যে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টায়।

weather bay of bengal cyclone

GFS মডেল অনুসারে অক্টোবরের শুরুতেই উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় তেজ বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১ ও ২ অক্টোবর পশ্চিমবঙ্গের আবহাওয়ার ব্যাপক রদবদলের সাক্ষী থাকবেন মানুষ। বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।