কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় আবহাওয়ার প্রকোপ! অ্যালার্ট জারি IMD-র

বিগত দু’দিনের আবহাওয়ায় ব্যাপক স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। জামাইষষ্ঠীর দিন থেকেই রোজই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে। যদিও, কালবৈশাখীর কারণে একাধিক জেলায় কিছুটা ক্ষয়ক্ষতিও হয়েছে, ব্যহত হয়েছে রেল পরিষেবা। তবে গরমের থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ।

আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, আর ঘণ্টা দুয়েকের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় তোলপাড় করবে ঝড়ো হাওয়া।

এছাড়াও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা জারি করা হয়েছে এই জেলায়। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু জায়গায় বজ্রঝড়, বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে IMD-র তরফে। IMD-র তরফে জলপাইগুড়ি জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে একই পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী দিল্লিতেও।

weather 14th may

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কবলে পড়া দিল্লি-এনসিআরের বাসিন্দারা শনিবার সকালে কিছুটা স্বস্তি পেয়েছেন। এদিন সকাল ৬টা থেকে দিল্লি-সহ গোটা এনসিআরে ভারী বৃষ্টি পাত ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে আবহাওয়া মনোরম হয়ে উঠেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button