বঙ্গোপসাগরে ফুঁসছে একের পর এক ঘূর্ণাবর্ত! কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? ভয়াবহ আপডেট IMD-র

সামনেই কালীপুজো ও দীপাবলি। দুর্গাপুজোর পর আরও এক বড় উৎসবে মেতে উঠবেন রাজ্য তথা গোটা দেশের সাধারণ মানুষজন। এদিকে যত সোনায় এগোচ্ছে ততই যেন ক্ষণে ক্ষণে মুড বদল ঘটছে আবহাওয়ার (Weather)।

   

কার্যত কালীপুজোর আগের থেকেই বাংলার মানুষ শীত শীত আবহাওয়ার টের পাচ্ছেন হাড়ে হাড়ে। বেশিরভাগ বাড়িতেই এখন ফ্যান, এসি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সকলে মোটা চাদর, লেপ, কম্বল অবধি বের করে গায়ে দিতে শুরু করে দিয়েছেন। বর্তমানে কলকাতা শহর সহ জেলায় জেলায় পরিষ্কার আকাশের দেখা মিলেছে। বাংলার আকাশে এখন মোটেও কোনোরকম কালো মেঘের ঘনঘটা ফেলা যাচ্ছে না। তবে আজ শুক্রবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে জানেন?

আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন বা বেরিয়ে পড়েছেন ইতিমধ্যে তাহলে অবশ্যই জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন রাজ্যের পারদ এভাবেই ওঠানামা করবে। সেই সঙ্গে আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলার আকাশ পরিষ্কার থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস আরো জানাচ্ছে, শহর কলকাতার পারদ ২০-২২ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রির মধ্যেই থাকবে তাপমাত্রা। তবে এই শীতের মাঝে আরও একবার নতুন করে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিল আলিপুর মৌসম ভবন। এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) মূলত ৪ জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

west bengal weather (1)

জানা গিয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। তবে চিন্তা করবেন না। এই নিম্নচাপের কোনোরকম বাংলায় পড়ার সম্ভাবনা নেই। অন্যদিকে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায় এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।