পুজোর মুখে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়! চরম দুর্যোগ রাজ্যে, ভয়ঙ্কর আপডেট দিল IMD

আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। আজ তৃতীয়া। ফলে বলাই চলে যে, পুজো এসে গিয়েছে। এদিকে মর্ত্যে উমাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন মানুষ। এই দুর্গাপুজো এমনই এক উৎসব যার অপেক্ষা সারাবছর করে থাকেন মানুষজন, বিশেষ করে বাঙালিরা। সবকিছু ভুলে পুজোর ৫টা দিন আনন্দ করে, হই হুল্লোড় করে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাঙালিরা।

   

তবে এই আনন্দ, উৎসবের মাঝেই বাঙালিদের মন খারাপ করে দেওয়ার মতো খবর শোনালো আবহাওয়া দফতর। বৃষ্টি এতদিন ছিল। যদিও বাংলা থেকে পাকাপাকিভাবে পাততাড়ি গুটিয়ে বর্ষা বিদায় নিয়েছে। এদিকে ধীরে ধীরে মানুষজন শীতের অনুভূতি পেতে শুরু করেছেন। যদিও এরই মাঝে এক বড় দুর্যোগ ধেয়ে আসছে বলে পূর্বাভাস জারি করল আইএমডি (India Meteorological Department)।

আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শেষ পর্যন্ত বর্ষা পরবর্তী প্রথম ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে পারে। আবহাওয়ার মডেলগুলি ভবিষ্যদ্বাণী করছে যে আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখে আবহাওয়া বিজ্ঞানীরা অনুমান করছে শীঘ্রই একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। আর এই ঘূর্ণিঝড়টি হবে ‘তেজ’।

cyclone biporjoy adac

দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি সাইক্লোন সার্কুলেশন তৈরি হতে পারে। এটি আগামী ৭২ ঘণ্টায় সাগরের চরম দক্ষিণ-মধ্যাঞ্চলে অগ্রসর হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। এদিকে বাংলার ব্যাপারে কিছু জানা না গেলেও, আবহাওয়া দফদতরের মতে, দুর্গাপুজোর সময় ওড়িশা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। একইসঙ্গে পঞ্জাবের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ি জায়গাগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে IMD।