উৎসবের আমেজ মিটতেই নতুন করে ফুঁসতে শুরু করেছে বঙ্গোপসাগর (Bay Of Bengal)। একটি নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে ইতিমধ্যে পরিণত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। আর এই গভীর নিম্নচাপটি খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই নিম্নচাপটি যদি একবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায় তাহলে বাংলাজুড়ে বৃষ্টি নতুন করে তাণ্ডব শুরু হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে একের পর এক জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর মৌসম ভবনের তরফে। তবে আবহাওয়া দফতর আইএমডির (India Meteorological Department) তরফে জারি করা সর্বশেষ বুলেটিন সম্পর্কে শুনলে আপনারও একপ্রকার পিলে চমকে যেতে পারে।
আগামীন দিনে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কী আপনিও জানতে চান? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার নাম হল ‘মিধিলি’ (Midhili)। আর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মালদ্বীপের তরফে। এই মিধিলি-র সরাসরি প্রভাব পড়তে পারে ওড়িশা , বাংলায় ও বাংলাদেশে। বাংলা ও ওড়িশার দুই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইএমডির বিজ্ঞানীরা। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে উপকূলীয়বর্তী এলাকাগুলোতে।
আইএমডির বুলেটিন অনুযায়ী, শনিবার ভোরে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড় মিধিলি। চরম সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের বেশ কিছু জেলায়। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর। অন্যদিকে এই ঘূর্ণিঝড় মিধিলির জেরে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া শহর কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা।