গতকাল এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের সমস্ত ম্যাচ শেষ হল। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে পরাজয় স্বীকার করে ভারতীয় দল (India national cricket team)। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম থেকেই ম্যাচের রাশ ভারতের হাতে ছিল। কিন্তু অনভিজ্ঞ বোলিংয়ের কারণে বাংলাদেশের ব্যাটাররা বড় সুযোগ পেয়ে যান। বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসানের অনবদ্য ইনিংস ভারতের জন্য কাল হয়ে দাঁড়ায়। ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ২৬৫ রান করে বাংলাদেশ।
২৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন রোহিত শর্মা, শুভমান গিল। কিন্তু শুরুতেই হয় ছন্দপতন। পরপর দুটি ম্যাচে অনবদ্য ইনিংস খেলা রোহিত শর্মা দুই বলে শূন্য রান করে আউট হয়ে যান। এরপর তিলক বর্মা ক্রিজে নেমে জমার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। পরপর ব্যর্থ হন কেএল রাহুল, ঈশান কিষাণরা। তবে একধারে মাটি কামরে পড়ে থাকেন শুভমান। ১৩৩ বলে ১২১ রান করে ভারতের জয়ের আশা জুগিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। যদিও, অলরাউন্ডার অক্ষর প্যাটেল বাংলাদেশি বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন।
অক্ষর ৩৪ বলে ৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। কিন্তু ৪৯ তম ওভারে তিনি মুস্তাফিজুরের বলে আউট হয়ে যান। এরপর আর ভারত ঘুরে দাঁড়াতে পারেনি। এশিয়া কাপে এটা ভারতের প্রথম হার ছিল। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। আর সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার। যদিও এই জয়ের পরেও বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে যায়। কারণ তারা সুপার ফোরে মাত্র একটিই ম্যাচ জিততে পেড়েছে।
অন্যদিকে, ভারতের এই হার পাকিস্তানকে লজ্জায় ফেলে দেয়। এশিয়া কাপের পয়েন্ট টেবিল অনুযায়ী, ভারত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কার ৪ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে। আর বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয়। এদিকে পাকিস্তানও দুই পয়েন্ট। তবে তাদের স্থান পয়েন্ট টেবিলের একদম নীচে। গতকালের ম্যাচে ভারত জিতলে পাকিস্তানের কিছুটা সম্মান রক্ষা হত, তারা তিনে থাকত। কিন্তু ভারত হারার পাশাপাশি পাকিস্তানকেও নিয়ে ডোবে। বিশ্বের এক নম্বর ওয়ানডে টিম পয়েন্ট টেবিলের একদম নীচে স্থান পেয়ে বেইজ্জত হয়ে যায়। আর এই নিয়ে চারিদিকে এখন মিমের বন্যা বইছে।