গোটা পৃথিবীতে একমাত্র দেশ ভারত, যার রয়েছে একাধিক নাম! এর কারণ জানেন?

পৃথিবীতে বহু দেশ রয়েছে, কিন্তু সেই সমস্ত দেশগুলির নাম একটিই রয়েছে। ভারত (India) বিশ্বের একমাত্র দেশ যার একাধিক নাম রয়েছে। কিন্তু ভারত নামের উৎপত্তি সম্পর্কে জানেন কি আপনি? পুরাণ থেকে জানা যায় যে, রাজা দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরত এর নাম থেকেই ভারত নামের উৎপত্তি হয়েছে। ভরত তার শাসনকালে গোটা ভারতবর্ষ জয় করায় তার নামানুসারে এই ভূখণ্ডকে নামাঙ্কিত করা হয়।
প্রাচীন ভারতীয় সভ্যতা ঠিক কোথায় গড়ে ওঠে তা এখনো একদম সঠিকভাবে জানা না গেলেও, শেষ নিদর্শন থেকে ধারণা করা হয় যে, Indus বা সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ভারতীয় সভ্যতা। গ্রিকরা এই ভূখণ্ডকে ইন্ডিয়া বলতে শুরু করে। মূলত Indus নদী থেকেই India শব্দের সৃষ্টি।
এই পবিত্র ভারতভূমিকে ভাগ করার আকাঙ্খায় জিন্না নিজের জন্য ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের স্থাপনা করলেও ভারত ধর্মনিরপেক্ষ দেশে পরিণত হয়। তাই হিন্দুস্তান শব্দটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি স্বাধীনতার পর থেকে। কিন্তু ওদিকে পাকিস্তান ঠিকই নিজেদের নাম রেখে চলেছে।
হিন্দুস্তান শব্দটার মধ্যে অবশ্য এক মাহাত্ম্য রয়েছে। এই শব্দের অর্থ হলো এটা হিন্দুদের ভূমি। আক্ষরিক অর্থ আর বাস্তবে বিশাল ফারাক নেই। ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষই হিন্দু। সরকার তাই এই নাম ব্যবহার না করলেও হিন্দুস্তান শব্দটাই বেশি পরিচিত মানুষের মধ্যে।
ভারতভূমির আসল নাম ছিল ভারতবর্ষ। কিন্তু অখণ্ড ভারতের অনেক এলাকা ব্রিটিশ এবং ইসলামি শাসনের অত্যাচারে ভারত ভূমি থেকে পৃথক হয়ে আলাদা দেশে পরিণত হয়। তাই ভারতবর্ষের জায়গায় ভারত নাম ব্যাবহার করা হয়। প্রসঙ্গত সরকারি ভাবে ভারতের দুটো নাম ভারত এবং ইন্ডিয়া।