বর্তমানে গোটা বিশ্বে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়েই চর্চা চলছে। শনিবার এই যুদ্ধের তৃতীয় দিন। আর এই তিনদিনে দুই পক্ষই বহু জওয়ান খুইয়েছে। পাশাপাশি ইউক্রেনের অনেক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের তরফ থেকে এই ধ্বংসলীলা বন্ধ করার জন্য বিশ্বের কাছে সাহায্যের আর্তি জানানো হয়েছে।
তবে হাজার হাজার কিমি দূরে হওয়া এই যুদ্ধের বড়সড় প্রভাব পড়ছে ভারতেও। বিশেষজ্ঞদের মতে, এভাবে যুদ্ধ আরও কয়েকদিন চললে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁবে। যার কারণে ভারত সহ গোটা বিশ্বেই জ্বালানী তেলের দাম বাড়বে। তবে শুধু জ্বালানী তেলই নয়, এই যুদ্ধের কারণে ভারতে রান্নার তেলের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।
ভারতীয় স্টেট ব্যাঙ্ক আশঙ্কা প্রকাশ করে বলেছে যে, এভাবে যুদ্ধ চলতে থাকলে আগামী বছর ভারতীয় কোষাগার ব্যাপক ক্ষতির মুখে পড়বে। SBI-র অনুমান অনুযায়ী, কমপক্ষে ৯৫ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকার ঘাটতি দেখা দিতে পারে কোষাগারে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধিও চরমে উঠবে।
এখনও পর্যন্ত ভারত সরকার দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। তবে, অপরিশোধিত তেলের দাম যা এমনিতেই বেড়েছে, তা আরও বাড়লে ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না বলেই মত বিশেষজ্ঞদের।
অনুমান অনুযায়ী, এভাবে যুদ্ধ চলতে থাকলে ভারতের বাজারে পেট্রোল-ডিজেলের দাম ৯ থেকে ১৪ টাকা পর্যন্ত বাড়তে পারে। যার জেরে দেশবাসীর পকেটে টান পড়বেই। এছাড়াও বাজারে সমস্ত জিনিসই অগ্নিমূল্য হয়ে উঠবে। তবে, কেন্দ্র এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।