এই ক্ষেত্রে গোটা বিশ্বকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত! সমীক্ষায় ঘুম উড়ল চিন-আমেরিকার

ভারতের (India) উত্থান হচ্ছে। সারা বিশ্ব টের পাচ্ছে এই সত্যের। ভারতকে হাতির সাথে তুলনা করা যেতে পারে। হাতির উঠত একটু সময় লাগে, কিন্তু যখন একবার উঠে দাঁড়ায় তার প্রভাব বুঝতে পারে সবাই। ঠিক সেরকম ভাবেই নবরূপে আত্মপ্রকাশ করেছে ভারত। একের পর এক দেশ যেখানে অর্থনৈতিক সমস্যার অতল গভীরে তলিয়ে যাচ্ছে সেখানে ভারত একা সূর্যের মত উজ্জ্বল হয়ে উঠছে।
আর এবার এক নতুন সমীক্ষায় আবারো ভারতের জয়জয়কার পড়েছে সারাবিশ্বে। একাধিক উন্নত এবং উন্নয়নশীল দেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ভারত। প্রথমে করোনা পরিস্থিতিতে এবং তারপরের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে যেখানে বাকি সমস্ত দেশ বেকারত্ব এবং অর্থনৈতিক অস্থির অবস্থায় জর্জরিত সেখানে ভারতে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি হয়েছে।
অন্যান্য দেশে অনেক সময় বেতন আগের চেয়ে কমিয়ে দেওয়া হলেও ভারত নিজের অবস্থা আগের চেয়ে বহু উন্নত করেছে। গর্বের বিষয় হলো এই তালিকায় ছিল আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং চিনের মত দেশ। তাদের প্রত্যেককে হেলায় হারিয়ে বেতন বৃদ্ধির হিসেবে তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।
এই পরিসংখ্যান নেওয়ার জন্য ৪০টিরও বেশি ক্ষেত্রে মোট ১,৩০০ টি সংস্থায় এই সংক্রান্ত সমীক্ষা চালানো হয়। সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী ভারতে বেতন বৃদ্ধি হয়েছে ১০.৬ শতাংশ। যেখানে জার্মানির মত দেশে বেতন বেড়েছে মোটে ৩.৫ শতাংশ। চিনে ৬ শতাংশ আমেরিকায় ৪.৫ শতাংশ।
সমীক্ষাকারি সংস্থা Aon plc জানায় যে, করোনাকালে এই পরিসংখ্যান কিছুটা কমলেও ২০২১ সালে আবার নিজের গতি ফিরে পায় ভারত। একধাক্কায় ৯.৩ শতাংশ বেতন বেড়ে যায়। এছাড়া Aon-এর হিউম্যান ক্যাপিটাল সলিউশনের অধিকর্তা জঙ্গবাহাদুর সিং জানান, বেতন বাড়ার সাথে প্রত্যক্ষ যোগাযোগ বাজারের। বাজারের উত্থান হলে স্বাভাবিকভাবেই বেড়ে যায় বেতনের পরিমাণ।
প্রসঙ্গত ভারতে মোট পাঁচটি ক্ষেত্রে বেতন বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ। আর এর মধ্যে চারটিই প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র। রিপোর্ট অনুযায়ী এবার সবচেয়ে বেশি উত্থান পতন দেখা গিয়েছে ই-কমার্স ক্ষেত্রে। একেবারে ১২.৮ শতাংশ হারে বেতন বৃদ্ধি হতে পারে সেখানে। আর দ্বিতীয় স্থানে রয়েছে স্টার্টআপ। তাদের বেতন বৃদ্ধির পরিমাণ ১২.৭ শতাংশ। এরপর পরিষেবা ক্ষেত্র, সেখানে বেতন বেড়েছে ১১.৩ শতাংশ। আর এরপর রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তাদের বেতন বৃদ্ধির পরিমাণ ১০.৭ শতাংশ।