এবার ট্রেনে করেই ভারত থেকে ভুটান, সংযোগস্থল হবে পশ্চিমবঙ্গের এই স্টেশন! বড় তথ্য দিল রেল

বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা কার না থাকে। কিন্তু ইচ্ছা হলেই তো আর ঘুরতে যাওয়া যায় না যেখানে সেখানে। কারণ অনেকেরই বাজেটে কুলোয় না। ভারতেই (India) এমন অনেক কিছু জায়গা আছে যেখানে অব্দি যেতে পারেন না বহু মানুষ, সেখানে বিদেশ যাওয়া এত অনেক দূরের কথা। তবে আপনি কি জানেন এবার ট্রেনে করেই আপনি খুব সহজেই বিদেশে ঘুরে আসতে পারবেন? হ্যাঁ শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি।

   

রেলযাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। যাত্রীরা এখন ট্রেনে করে বিদেশ যেতে পারবেন। ভারতীয় রেল (Indian Railways) শীঘ্রই ভারত (India) ও ভুটানের (Bhutan) মধ্যে আন্তর্জাতিক ট্রেন পরিষেবা শুরু করবে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ট্রেনটি ভারতের আসাম থেকে পরিচালিত হবে এবং এর লক্ষ্য হবে দুই দেশের মধ্যে পর্যটনের উন্নতি ঘটানো। জানা গিয়েছে, গতকাল সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই দুজনের মধ্যে বৈঠকের পর উভয় দেশই আসামের কোকরাঝার থেকে ভুটানের গেলফুকে সংযুক্ত করার জন্য আন্তঃসীমান্ত রেল সংযোগের কথা বিবেচনা করছে।

ভারত এবং ভুটান আন্তঃসীমান্ত সংযোগের উপর বিশেষ ফোকাস সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করতে সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত রেল সংযোগের চূড়ান্ত অবস্থান সমীক্ষার বিষয়েও সম্মত হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রী মোদী খোদ নিজে টুইট করে এই বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, “ভুটানের রাজা, জিগমে খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। অনন্য এবং অনুকরণীয় ভারত-ভুটান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি। উন্নয়ন ও কল্যাণের জন্য মহামান্যের দৃষ্টিকে গভীরভাবে মূল্যায়ন করি।”

ভারত ও ভুটানের যৌথ বিবৃতি অনুসারে, উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি, আন্তঃসীমান্ত সংযোগে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রসারিত করতে সম্মত হয়েছে। যার মধ্যে সবথেকে বড় বিষয় হল ভারত ও ভুটানের মধ্যে রেল পরিষেবা। কোকরাঝারকে সংযুক্ত করার প্রস্তাবিত আন্তঃসীমান্ত রেল সংযোগের ভুটানি পক্ষের সাথে পরামর্শ করে উভয় পক্ষ চূড়ান্ত অবস্থান সমীক্ষা (এফএলএস) করতে সম্মত হয়েছে। ভারত সরকারের সহায়তায় আসাম থেকে ভুটানের গেলফু অবধি ট্রেন চলার সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষ পশ্চিমবঙ্গের বানারহাট এবং ভুটানের সামতসে মধ্যে রেল-সংযোগ স্থাপনের বিষয়টি বিবেচনা করতে সম্মত হয়েছে বলে রক সরকারী বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে। ভারত ও ভুটান, ভুটান ও ভারতের মধ্যে অভিবাসন চেকপোস্ট হিসেবে দারাঙ্গা (আসাম) এবং সামদ্রুপ জংখার (ভুটান) নামকরণ করতেও সম্মত হয়েছে যাতে সংযোগ বাড়ানোর জন্য এবং পর্যটনের প্রচারের জন্য স্থলপথে তৃতীয় দেশের নাগরিকদের প্রবেশ ও প্রস্থান সহজতর হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ভারত সরকার GyalSung প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অর্থায়নের জন্য ভুটানের অনুরোধকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। হলদিবাড়ি (পশ্চিমবঙ্গ) – চিলাহাটি (বাংলাদেশ) রেল রুটকে বাংলাদেশের সাথে ভুটানের বাণিজ্যের জন্য একটি অতিরিক্ত বাণিজ্য রুট হিসাবে মনোনীত করা হবে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।