স্মার্টওয়াচ সেক্টরে চিনা সাম্রাজ্যের পতন! ‘মেড ইন ইন্ডিয়া”র ডঙ্কা বাজিয়ে বিশ্ব জয় ভারতের

সারা বিশ্বে নিজেদের জয়ধ্বনি দিচ্ছে ভারত (India)। বিশ্বের স্মার্টওয়াচ (Smartwatch) বাজারের ক্ষেত্রে এবার চিনকে (China) পিছনে ফেলে সামনে এসেছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি স্মার্ট ওয়াচ। বিখ্যাত রিসার্চ সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চে’র একটি দাবি অনুযায়ী মাত্র ১ বছরে ভারতের স্মার্ট ওয়াচ মার্কেট ৩৪৭% গ্রো করেছে। আর এক্ষেত্রে ভারত স্মার্ট ওয়াচ মার্কেটের হিসেবে রয়েছে দ্বিতীয় স্থানে।

   

বিশ্বে যুদ্ধাবস্থা এবং মুদ্রাস্ফীতি নিয়ে অচল অবস্থা চললেও ভারতে তার পুরো উল্টো প্রভাব দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্মার্টওয়াচ মার্কেট। আর এই বৃদ্ধির জন্য দায়ী হলো ভারত।

এছাড়া ভারতেও স্মার্ট ওয়াচ মার্কেট দখল করতে পারেনি কোনো চাইনিজ সংস্থা। সেই বাজার রয়েছে ভারতীয় কোম্পানিগুলোর হতেই। ভারতে যে দুটি কোম্পানি সবচেয়ে ভালো পারফর্ম করেছে তা হলো ‘ফায়ার-বোল্ট’ ও ‘নয়েজ’। এই সংস্থাদুটি চাইনিজ কোম্পানিগুলোকে বাজারে আসতে দেওয়া তো দূর, কাছেও ঘেঁষতে দিচ্ছে না।

ভারতে যেমন ভারতীয় কোম্পানিগুলোর কারণে চিনা কোম্পানিগুলোর টেকা দায় হয়ে যাচ্ছে, ঠিক তেমনই বিশ্বের বাজারেও স্মার্ট ওয়াচ বিক্রি কমেছে হুয়েই, ইমো অথবা আমাজফিটের কোম্পানিগুলির। ভারতে ‘নয়েজে’র বিক্রি গত দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২৯৮ শতাংশ।

কিন্তু ভারতীয় ব্র্যান্ডগুলির জনপ্রিয়তার পিছনে কোন অঙ্ক কাজ করছে? এক্ষেত্রে বাজার বিশেষজ্ঞদের ধারণা চিনের ওষুধেই চিনা কোম্পানিগুলোকে মাত দিয়েছে ভারত। চিনা কোম্পানিগুলো যেভাবে দাম কম রেখে বিক্রি করতো, ভারতীয় কোম্পানিগুলো সেরকমই দাম কম রেখেছে, আর সাথে মানেও চিনা কোম্পানির থেকে অনেকটাই ভালো।

smartwatch

এর আগের ত্রৈমাসিকে স্মার্টওয়াচ বিক্রিতে বিশ্ববাজারে দ্বিতীয় স্থান দখল করে চিন। কিন্তু তারপর থেকে ঘটে চলা আর্থিক মন্দার কারণে বর্তমানে তারা রয়েছে তিন নম্বরে। এদিকে ভারতীয় বাজেট চিনের পণ্য বিক্রি না হলে নিজেদের আগের অবস্থান ফিরে পাবেনা চিনা সংস্থাগুলি। তাই ভারত এখন নিজেদের যুদ্ধের রথ বায়ুবেগে ছোটাতে পারলেও চিনের রথ আটকে পড়ে না পারছে এগোতে আর না পারছে পিছিয়ে যেতে। এখন দেখার শেষ পর্যন্ত কি অবস্থা হয় চিনের।