২০০ বছর রাজত্ব করেছিল যেই ব্রিটেন, তাদের হেলায় উড়িয়ে এগিয়ে গেল ভারত! অবাক গোটা বিশ্ব

ভারতকে (India) ২০০ বছর নিজেদের ক্ষমতার দম্ভে পরাধীন করে রেখেছিল সুদূরে অবস্থিত ইংল্যান্ড (United Kingdom)। অত্যাচারের সেই শাসন পেরিয়ে ভারত শেষমেষ স্বাধীনতা হাসিল করেছে ভারতমায়ের অনেক বীর সন্তানের বলিদানের পর। এবার স্বাধীনতার ৭৫ বছর পরই সেই ইংল্যান্ডকে উচিত শিক্ষা দিল ভারত।

ব্রিটেনকে হেলায় হারিয়ে উঠে এগিয়ে গেল ভারত। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে দেশটি। ধীরে ধীরে হলেও ভারত যেভাবে এগিয়ে চলেছে তাতে ভবিষ্যতে যে আবার স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে সেই বিষয়ে কেনো সন্দেহই নেই। কোভিড এর সময় কিছুটা স্তিমিত হলেও ২০২১ সালের মার্চ মাস থেকেই ভারতের অর্থনীতি হুঙ্কার ছাড়তে শুরু করে।

গত বছরই ভারতের টোটাল লেনদেন হয় ৮৫৪.৭ বিলিয়ন ডলার এর, যেখানে যুক্তরাজ্যের মোট মূল্য ছিল ৮১৬ বিলিয়ন ডলার। আর এবার অর্থনীতির বহরের বিচারের ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত। বিশ্বের তাবড় তাবড় অর্থনৈতিক পরাশক্তির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আমাদের দেশ।

বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের পরিসংখ্যান-সহ যে তালিকা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রকাশ করেছে, সেই তালিকায় ব্রিটেনের ঠাঁই ষষ্ঠ স্থানে। ভারতের জয়জয়কার সারাবিশ্বেই বিভিন্ন সংবাদপত্রের হেডলাইন হিসেবে উঠে এসেছে। এদিকে ভারত যখন সারাবিশ্বে নিজের শক্তি দেখাচ্ছে ব্রিটেনে ততই অন্ধকারাচ্ছন্ন দিন এগিয়ে আসছে।

gdp

অর্থনৈতিক সংকটের সাথে সাথে দেশটি এক বিরাট রাজনৈতিক টানাপড়নের মধ্যেও রয়েছে। প্রধানমন্ত্রীর পদ নিয়ে টানাটানি চলছে শাসকদলের মধ্যে। জানা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু মসনদে যিনিই বসুন, ব্রিটেনের এই কঠিন পরিস্থিতির মোকাবিলা তাকেও করতে হবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button