২৫ দিনে ৬৫০ কোটি টাকা আয়, বিক্রি হল আড়াই কোটি বোতল! মদেই লক্ষ্মী লাভ সরকারের

দেশের রাজধানী দিল্লিতে মদ নিয়ে নতুন নীতি সামনে আসার পর ১ লা সেপ্টেম্বর থেকে আবার পুরোনো আবগারি নীতিকেই কার্যকর করা হয়। আর তারপর থেকে আজ পর্যন্ত আড়াই কোটি মদের বোতল বিক্রি হয়েছে। যদিও দিল্লির মত শহরে দীর্ঘ ২৫ দিনের হিসেবে এই সংখ্যা অনেকটাই কম। তবে মদ বিক্রেতারা জানান যে, আগামী সময়ে তাদের ব্যবসা বহুগুণ বাড়তে চলেছে।

দেশের রাজধানীতে সরকারের মদ বিক্রির নয়া নীতি নিয়ে বেশ হইচই পড়ে যায়। তারপরই শেষমেষ সরকার সিদ্ধান্ত নেয় যে, নতুন নীতিকে অপ্রচলিত করে ফিরিয়ে আনা হবে পুরাতন রীতি। আর তারপর থেকে দিল্লিতে মদ দোকানের চল বেড়েছে কিছুটা। প্রসঙ্গত চলতি মাসে ৫০০ নতুন দোকান খোলা হয়েছে সেখানে।

তথ্য থেকে জানা যাচ্ছে যে, দিল্লিতে গড়ে প্রতিদিন ১৫ লাখ বোতল মদ বিক্রি হয়। অর্থাৎ সেই হিসেবে এক মাসে মদের বোতলের বিক্রির পরিমাণ দাঁড়ায় চার কোটি বোতলে! আর এখানেই শেষ নয়। বাজার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন যে, আগামীতে এই চাহিদা আরো বাড়তে পারে। বিশেষ করে সামনেই যেহেতু উৎসবের মরশুম।

পুরনো নিয়ম ফিরিয়ে আনার পর এখনও পর্যন্ত দিল্লির আবগারি বিভাগের আয় প্রায় ৬৮০ কোটি টাকা! বাজার বিশেষজ্ঞদের ধারণা চলতি মাসেই এই সংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু এই আয়ের একটি বড় অংশ এসেছে দিল্লির পুরনো মদ নীতির অধীনে ব্র্যান্ড নিবন্ধনের পাশাপাশি বিভিন্ন হোটেল এবং পাবের লাইসেন্স Renewal করা থেকে।

কী পার্থক্য ছিল নতুন এবং পুরাতন আবগারী নীতিতে : গত ৩১শে আগস্ট পর্যন্ত দিল্লিতে নতুন নীতি বহাল ছিল। তবে আবারো পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়। আসলে নতুন নিয়মে বেসরকারি দোকান থেকেও মদ বিক্রি করা যেত। কিন্তু পুরনো নিয়ম ফিরে আসায় এবার শুধু সরকারি দোকান থেকেই মদ বিক্রি হবে।

wine alcohal

আবগারি দফতরের থেকে জানা যাচ্ছে যে, কেজরিওয়াল সরকার প্রাথমিকভাবে প্রায় পাঁচশো সরকারি মদের প্রায় দোকান খোলার ব্যাপারে উদ্যোগ নেয়। দিল্লিতে উৎসবের মরশুম এবং চাহিদাকে মাথায় রেখে দোকানের সংখ্যা ৭০০-এ উন্নীত করার চেষ্টা করা হচ্ছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button