বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বোলিংয়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে এই দুই দল! একটি নাম অবাক করবে

বাঘা বাঘা সব দল ভারতের (India) সামনে ভিজে বেড়াল। চলতি বিশ্বকাপে (Cricket World Cup) ভারতের প্রতাপের সামনে এখনও পর্যন্ত টিকতে পারেনি কোনো দল। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে অপরাজিত ভারত। ক্রম তালিকার শীর্ষে ধরে রেখেছে নিজেদের জায়গা। তবে আট ম্যাচ বিরুদ্ধে অপরাজিত ভারত একটি দলের সামনে শুরুর দিকে বেশ বেগ পেয়েছিল। প্রথম উইকেটে প্রতিপক্ষ দলের দুই ওপেনার ক্রিজে টিকে ছিলেন বেশ অনেকক্ষণ। কোন দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা অনেকেই আন্দাজ করতে পারবেন না।

   

• ভারত বনাম দক্ষিণ আফ্রিকা:
৮৩ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। প্রথম দশ ওভারে ৫ উইকেটের পতন। দলের রান তখন ৩৫।

• বনাম শ্রীলঙ্কা:
৫৫ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে ১৪ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন।

• বনাম ইংল্যান্ড:
তথৈবচ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দশ ওভারের মধ্যে দলগত ৩৯ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। শেষ পর্যন্ত ১২৯ করে ইংল্যান্ড।

• বনাম নিউজিল্যান্ড
শুরুটা একেবারেই ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। দশ ওভারের মধ্যে জোড়া উইকেট হারায় দল, রান তখন ১৯। নিউজিল্যান্ডের ইনিংসে ওঠে ২৭৩ রান।

• বনাম বাংলাদেশ
প্রথম দশ ওভারের নিরিখে ভারতের বিরুদ্ধে সবথেকে সফল দল। বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছিল ১৪.৪ ওভারে, দলের রান তখন ,৯৩। সব মিলিয়ে ২৫৬ করেছিল বাংলাদেশ।

• বনাম পাকিস্তান
প্রথম দশ ওভারের মধ্যে মাত্র এক উইকেট হারিয়েছিল পাকিস্তান। দলের রান তখন ৪১। পাকিস্তানের ইনিংসে উঠেছিল ১৯১ রান।

mohammed shami

• বনাম আফগানিস্তান
দশ ওভারের মধ্যে একটি মাত্র উইকেট হারিয়েছিল আফগানিস্তান। ৩২ রানের মাথায় উইকেটের পতন। আফগানিস্তান করেছিল ২৭২ রান।

• বনাম অস্ট্রেলিয়া
৫ রান করতেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ওঠে ১৯৯ রান।