পাকিস্তানকে ধোঁকা দিল এই তিন মুসলিম দেশ, বিপদের সময়ই করল চরম বিশ্বাসঘাতকতা

পাকিস্তান (Pakistan) ইতিমধ্যেই দেউলিয়া গিয়ে গিয়েছে। শুধু ঘোষণা করাটাই বাকি, সেটাও আবার জানিয়ে দেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী। একবার দেউলিয়া ঘোষণা করলে যে ভয়ংকর পরিণতি হবে সেদেশের সেটা কল্পনাতীত! তাই কখনো চিন, কখনো IMF তো কখনো ইহুদি রসচাইল্ড পরিবারের কাছে ভিক্ষার পাত্র হাতে নিয়ে ছুটছে তারা। কিন্তু কোথাও আর সদগতি হচ্ছেনা।
ইহুদিরা সাহায্যের আশ্বাস দিলেও সাহায্য মিলছেনা খোদ মুসলিম দেশের তরফে। পাকিস্তানের সাড়ে সব্বোনাশের সময়ে সাহায্য করছে না কেউই। একদিকে নিত্যই মুদ্রাস্ফীতি নতুন নতুন রেকর্ড বানাচ্ছে অন্যদিকে খাদ্য সংকট বাড়তেই থাকছে। খাবারের অভাবের মাঝেই আবার ৪০,০০০ টন গম চুরি গিয়েছে।
এদিকে এতদিনের স্বভাবমতো মুসলিম দেশগুলোর সাহায্যের দিকে চেয়ে রয়েছে সন্ত্রাসবাদী দেশটি। কিন্তু এবার আর কোনো মুসলিম দেশও সাহায্যের জন্য এগিয়ে আসছেনা। IMF আবার ঋণ দেওয়ার আগে গালফ দেশগুলোর থেকে গ্যারান্টি চেয়েছে। কিন্তু সেদিকেও কোনো সুরাহা হচ্ছেনা।
এরকম ভয়াবহ অবস্থা এর আগে দেখা যায়নি পাকিস্তানে। বিশেষ করে যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। সমস্যা হচ্ছে এই দেশগুলোর সাহায্য না পেলে IMF এর তরফেও কোনো সাহায্য আসবেনা। তারফলে কিন্ত সমস্যা অনেকখানি বাড়তে পারে।
প্রসঙ্গত, IMF-এর প্রতিনিধি দল তার সপ্তম এবং অষ্টমবারের মতো পর্যালোচনা করেছে পাকিস্তানের সাথে। শীঘ্রই নবমবারের মতো পর্যালোচনা করার প্রস্তুতিও নিচ্ছে IMF। কিন্ত এবার তারা পাকিস্তানের সামনে বেশ কয়েকটি শর্তও রেখেছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট হ্রাস থেকে রপ্তানি কর ছাড় পর্যন্ত অনেক কিছুই। এখন দেখার পাকিস্তান আইএমএফ এর শর্ত মেনে নেয় কিনা।