কিছুক্ষণেই বজ্রঝড় সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় অ্যালার্ট IMD-র, হয়ে যান সাবধান

ধীরে ধীরে কালো মেঘে ঢাকছে আকাশ। এদিকে রাজ্যের পরিবেশ ঠাণ্ডাও রয়েছে আবার গরমও রয়েছে। এই দুইয়ের ঠেলার একপ্রকার জেরবার হয়ে উঠেছে রাজ্যবাসীর প্রাণ। সকাল হোক বা দুপুর…বাইরে বেরোতে গেলেই গায়ে যেন গরম কাঁটা ফোটাচ্ছে। এদিকে বিকেলের পর থেকে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের আবহাওয়া শীতল হচ্ছে ধীরে ধীরে।

   

অন্যদিকে শীত এসেও যেন আসছে না। কারণে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে নাছোড়বান্দা বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা। কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে? তা নিয়ে এখনও অবধি সুস্পষ্টভাবে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া অফিস। যদিও আজ শুক্রবার থেকেই আবহাওয়া বদলের বড় ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। আজ থেকেই রাজ্যের একের পর এক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে বলে জানা যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হবে জানেন? আবহাওয়া অফিস জানাচ্ছে, চার-পাঁচ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে। বেশ কিছু জায়গায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছে, আজ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।

weather wb oct 13

রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে, কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আধিকারিক জি কে দাস জানিয়েছেন, “গাঙ্গেয় বাংলার জেলাগুলিতে ৩ এবং ৪ নভেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।“ অন্যদিকে উত্তরবঙ্গের একের পর এক জেলায় পারদ কমবে বলে খবর। ইতিমধ্যে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে গিয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও উত্তরের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।