বেলা বাড়তেই কলকাতা (Kolkata) শহরজুড়ে প্রবল বৃষ্টি শুরু হল। সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আজ এই বৃষ্টি সারাদিনই চলবে। এমনকি বিকেলেও আরও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন।
একপ্রকার তোলপাড় করা আবহাওয়ার সাক্ষী থাকতে চলেছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষ। ইতিমধ্যে অঝোরে বৃষ্টি হচ্ছে। অনেকটাই নেমেছে পারদ। আকাশে কালো মেঘ জমাট বেঁধেও রয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় চরম সতর্কতা জারি করা করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আর এই বৃষ্টি আগামী মঙ্গলবার অবধি অব্যাহত থাকবে বলে খবর।
ফলে আপনিও যদি বিকেলের দিকে বা এখন বাড়ি থেকে বেরনোর তালে থাকেন তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। ছাতা না রাখলে চরম সমস্যায় পড়ে যেতে পারেন কিন্তু আপনি। রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস। তিনি ইতিমধ্যে বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের অঞ্চলে মূলত দুটি সিস্টেম আছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে।’
তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর আগামী ৩ তারিখ রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। উত্তর হোক বা দক্ষিণ, বৃষ্টির পরিমাণ বাড়বে আপাতত বলে জানিয়েই দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মৌসম ভবনের আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ শনিবার ও আগামীকাল রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে এই বিশেষ কারণে তাপমাত্রা ও রবিবার থেকে কিছুটা কমবে বলে আশাবাদী সকলে। শোনা যাচ্ছে, তাপামাত্রা এক ধাক্কায় ৩৩ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রিতে নেমে আসতে পারে।
এছাড়াও আর কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের হুগলী, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। ইতিমধ্যে কিছু জায়গায় বজ্রডাকুনিও শুরু হয়ে গিয়েছে, আবহাওয়া দফতরের তরফে সবাইকে নিরাপদে বাড়িতে থাকার পরামর্শ জারি করা হয়েছে।