জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার তাণ্ডব, এই জেলাগুলোয় দুর্যোগের আশঙ্কা! অ্যালার্ট IMD-র

পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া (Weather) নিয়ে ফের সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন করে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। IMD-র খবর অনুযায়ী, বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রকোপ দেখা দিতে পারে।
লাগাতার দু’দিন ধরে ঝড়বৃষ্টির জেরে কিছুটা হলেও রাজ্যের তাপমাত্রায় হেরফের হয়েছে। একটু হলেও মানুষ শান্তিতে দিনের বেলায় রাস্তায় বেরোনোর সাহস পাচ্ছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েকদিন এরকম তাপমাত্রা বজায় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া।
আপনি জানলে হয়তো স্বস্তিই পাবেন, যে এই হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গকেও নিরাশ করেনি হাওয়া অফিস। একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড় ও বৃষ্টি সমান দাপট দেখাবে। ফলে আপনিও ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন।
আইএমডি ইতিমধ্যে জানিয়েছে যে দেশজুড়ে আর তাপপ্রবাহের আপাতত সৃষ্টি হবে না। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া দফতর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং আগামী ২-৩ দিন পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
আইএমডি-র বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, ‘গোটা ভারতে তাপপ্রবাহের অবসান হয়েছে। তাপমাত্রা কমবে এবং আকাশ মূলত মেঘলাই থাকবে। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শিলাবৃষ্টি, ঝড় এবং বৃষ্টির জন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি। আগামী ২-৩ দিন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।‘